করোনা ভাইরাসে বিদ্ধ ২০২০-তে বন্ধ হয়ে যাওয়া ক্রিকেট ইভেন্ট কোনগুলি?
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে সফলভাবেই আইপিএল আয়োজন করতে পেরেছে বিসিসিআই। শুরুর ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে বিশ্ব ক্রিকেটও। পৃথিবীর সব প্রান্তেই বাইশ গজের লড়াই শুরু হয়ে গিয়েছে। এসবের মধ্যেই বিষের বছরে অতিমারীর জন্য যে যে ক্রিকেট ইভেন্টগুলি বন্ধ হয়ে গিয়েছে, সেদিকে নজর ফেরানো যাক।

এশিয়া
১) চলতি বছরের ১২ মার্চ নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের জন্য তা স্থগিত হয়ে যায়।
২) জনপ্রিয় আইপিএল চলতি বছরের মার্চ থেকে সরিয়ে এনে সেপ্টেম্বর থেকে শুরু করে বিসিসিআই।
৩) মার্চে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। অতিমারীর জন্য তা ভেস্তে যায়।
৪) শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ ভেস্তে যায় করোনা ভাইরাসের কারণে।
৫) করোনা ভাইরাসের জেরেই মাঝপথে স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ। নভেম্বরে তা শেষ হয়।
৬) অতিমারীর কারণে বাংলাদেশের পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর, নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর, ২০২০ সালের এশিয়া কাপ ভেস্তে যায়।
৭) বন্ধ হয়ে যায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ।

ওশিয়ানিয়া
১) চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের কারণে তা দুই বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
২) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাপেল-হ্যাডলি সিরিজের দুটি ওয়ান ডে ম্যাচ অতিমারীর জন্য বাতিল হয়ে যায়।
৩) শেফিল্ড শিল্ড সহ অস্ট্রেলিয়ার সব ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও করোনা ভাইরাসের জন্য স্থগিত হয়ে যায়।
৪) একই কারণে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফরও স্থগিত হয়ে যায়।

ইউরোপ
১) করোনা ভাইরাসের আবহে বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত করা হয়।
২) বহুল চর্চিত ইংল্যান্ড 'হ্যান্ড্রড' ক্রিকেট প্রতিযোগিতা করোনা ভাইরাসের কারণে পরিণতি লাভ করেনি। বাতিল হয়ে যায় অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর।
৩) নিউজিল্যান্ড ও পাকিস্তানের আয়ারল্যান্ড সফরও করোনা ভাইরাসের কারণ স্থগিত হয়ে যায়।
৪) সর্বোপরি ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে নির্ধারিত ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে।

আফ্রিকা
১) আফগানিস্তান ও নেদারল্যান্ডসের জিম্বাবোয়ে সফর করোনা ভাইরাসের জন্য স্থগিত হয়ে যায়। থমকে যায় পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফর।
২) আয়ারল্যান্ডের জিম্বাবোয়ে সফর, নেদারল্যান্ডসের নামিবিয়া সফরও একই কারণে স্থগিত হয়ে যায়।
নটরাজনের অভিষেক তরুণদের অনুপ্রেরণা দেবে: হার্দিক