এবার বঙ্গ রাজনীতির ক্রিজে নামবেন কলকাতার মন জয় করা প্রাক্তন ভারত অধিনায়ক
সৌরভ কী আদৌ বিজেপিতে যোগ দেবেন? শুভেন্দু অধিকারী তো আর এলেন না। বঙ্গ বিজেপি সমর্থকদের মনে একাধিক প্রশ্ন, কৌতুহল, সংশয়। এবার এসবের মাঝেই জানা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার তথা কলকাতা নাইট রাইডার্সকে দুইবার আইপিএল-এ জয় এনে দেওয়া গৌতম গম্ভীরকে বাংলায় প্রচারের ময়দানে নামাতে চলেছে বিজেপি। বেশ কয়েকটি ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করা এই ক্রিকেটার বর্তমানে দিল্লির সাংসদ।

বিধানসভা নির্বাচনের প্রচারে গম্ভীরকে চাইছেন বঙ্গ নেতৃত্ব
সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বও আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গৌতম গম্ভীরকে চাইছেন৷ কারণ, গৌতম গম্ভীরের কলকাতাসহ গোটা রাজ্যে প্রচুর সমর্থক৷ তাই ভোটের ময়দানে গম্ভীরকে দিয়ে প্রচার করাতে চাইছেন বঙ্গ নেতৃত্ব৷ তাছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও ছিলেন গম্ভীর৷

গম্ভীর বাংলার রাজনৈতিক ময়দানে কতটা জনপ্রিয় হবেন?
ভারতকে বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার তথা নেতার উপর অনেকটাই ভরসা রাখছে বিজেপি নেতৃত্ব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর সাম্প্রতিক কালে বাংলার ক্রিকেট প্রেমী আপামর জনতার মন জয় করেছিলেন গৌতম গম্ভীর। শাহরুখ খানের হাত ধরে কলকাতার ঘরের ছেলেতে পরিণত হয়ে গিয়েছেলেন গম্ভীর। এখন দেখার বিষয় বিজেপির নির্বাচনী বৈতরণী পার করাতে কতটা অগ্রণী ভূমিকা তিনি রাখতে পারেন।

কাশ্মীরের প্রচারেও জাবেন গম্ভীর
এদিকে জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনের প্রচারে দেখা যাবে বিজেপি সাংসদ ও ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে৷ আগামী সপ্তাহ থেকে গম্ভীরকে ভোটের প্রচারে দেখা যাবে বলে বিজেপি সূত্রে খবর৷ এমনকী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও দলের হয়ে প্রচারে দেখা যেতে পারে ভারতের প্রাক্তন ওপেনারকে৷

কবে কাশ্মীর যাবেন গম্ভীর?
বিজেপির একটি সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে দলের প্রার্থীর হয়ে প্রচার করতে দেখা যাবে এই তারকা সাংসদকে৷ ডিসেম্বরের ৭-৯ তারিখের মধ্যে এই প্রচার অভিযানে দেখা যাবে তাঁকে৷ আট ধাপের এই নির্বাচন শুরু হয়েছে ২৮ নভেম্বর থেকে৷ চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত৷ ভোট গণনা হবে ডিসেম্বরের ২২ তারিখ৷

হরিয়ানাতেও প্রচারে গিয়েছিলেন গম্ভীর
গতবছর হরিয়ানা বিধানসভা নির্বাচনেও দলীয় প্রার্থীর হয়ে প্রচারে দেখা গিয়েছিল গৌতমকে৷ হকি তারকা সন্দীপ সিংয়ের হয়েও প্রচার করেছিলেন তিনি৷ গতবছর লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার৷ তারপর লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে দিল্লির প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট অরভিন্দর সিং লাভলিকে পরাজিত করেন তিনি৷

কাশ্মীরে শক্তি বৃদ্ধি করতে চাইছে বিজেপি
এদিকে গতবছর অগাস্টে ৩৭০ ধারা রদের পর এই প্রথম জম্মু-কাশ্মীরে হচ্ছে ভোট। ইতিমধ্যেই দুই দফায় জেলা উন্নয়ন পরিষদের ভোট সম্পন্ন হয়েছে। পাশাপাশি চলছে পঞ্চায়েত ভোটও। কাশঅমীরের রাজনীতিতে নিজেদের জমি শক্ত করতে এই নির্বাচনকেই পাখির চোখ করেছে বিজেপি। এদিকে, উপত্যকায় নিজেদের জমি শক্ত রাখতে বিরোধী দলগুলি গঠন করেছে গুপকার জোট।
বৈঠকে নেই ভরসা, 'অবুঝ' সরকারকে বোঝাতে এবার নয়া পদক্ষেপ প্রতিবাদী অন্নদাতা কৃষকদের