সাইক্লোন 'বুরেভি'র আছড়ে পড়ার কাউন্টডাউন শুরু! কোন গতিতে ধেয়ে আসার আশঙ্কা
ভারতের দক্ষিণাংশ গত সপ্তাহেই কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছিল সাইক্লোন নিভারের দাপটে। এরপর সাইক্লোন বুরেভি দাক্ষিণাত্যের দোর গোড়ায় কড়া নাড়ছে! এই সাইক্লোন ঘিরে বর্তমানে কোন পরিস্থিতি দেখে নেওয়া যাক।

সাইক্লোন বুরেভির অবস্থান
তামিলনাড়ুর পানবান উপকূল থেকে ৩৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে রয়েছে এই সাইক্লোন। অন্যদিকে , কন্যাকুমারীকা থেকে কার্যত ৫২০ কিলোমটার পূর্বে রয়েছে সাইক্লোন বুরেভি। আইএমডি সূত্রে জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ ৩ রা ডিসেম্বর দুরুর আড়াইটে নাগাদ এই সাইক্লোন আছড়ে পড়বে।

৪ জায়গায় রেড অ্যালার্ট
জানা গিয়েছে, কেরলের পথনামথিট্টা, আলাপুঝা, তিরুঅনন্তপুরম, কোল্লামে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সেখানে ৩ রা ডিসেম্বর পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।

কোন গতিতে ধেয়ে আসছে ঝড়?
সাইক্লোন 'বুরেভি' মূলত ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতিঘণ্টার গতিতে ধেয়ে আসছে বলে খবর। তবে এর গতি উপকূলের কাছে আসতেই ৯০ কিলোমিটার গতিতে বইবে বলে জানা গিয়েছে। তামিলড়াউ ও কেরলে এর প্রবল প্রভাব পড়তে চলেছে।

কোথায় প্রবল বর্ষণ আসন্ন
২ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, মাহে, কারইকানালে প্রবল বর্ষমের আশঙ্কা রয়েছে। এছাড়াও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপেও প্রবল বর্ষণের আশঙ্কা থেকে যাচ্ছে।
অধিকারী গড়ে মমতার সভার আগেই শুভেন্দু দিতে চলেছেন বড় দান! রুদ্ধশ্বাস রাজনৈতিক কাউন্টডাউন শুরু