তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই! রাজনীতিতে অনেক ওপেনিং, শুভেন্দু অধিকারীকে নিয়ে আর কোন বার্তা মুকুলের
রাতে তৃণমূলের (trinamool congress) তরফে জানানো হয়েছিল সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কিন্তু সকালেই তার ছন্দপতন। শুভেন্দু অধিকারী (subhendu adhikari) জানান, একসঙ্গে কাজ করা সম্ভব নয়। এব্যাপারে মুকুল রায়( mukul roy)কে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতিতে অনেক ওপেনিং। শুভেন্দু অধিকারী আসলে ওঁর সঙ্গে ভোটব্যাঙ্কও আসবে। তাতেই বিজেপির লাভ বলে মন্তব্য করেছেন মুকুল রায়।

ক্ষমা করবেন, সৌগতকে এসএমএস শুভেন্দুর
রাতে তৃণমূলের তরফে জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে সফল বৈঠক হয়েছে তাদের। কিন্তু বুধবার সকাল গড়াতেই শুভেন্দু অধিকারী সৌগত রায়কে জানিয়েদেন, তাঁকে ক্ষমা করবেন। তাঁর ওপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। কোনও সমস্যার সমাধান না করে বৈঠক ইতিবাচক হয়েছে বলেও তৃণমূলের ঘোষণায় প্রশ্ন তুলে জানিয়ে দেন একসঙ্গে কাজ করা সম্ভব নয়।

রাজনীতি অনেক ওপেনিং
এদিন শুভেন্দু অধিকারী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুকুল রায় বলেন, রাজনীতিতে অনেক ওপেনিং রয়েছে। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বলে এখন আর কিছু নেই। পদত্যাগের পর আর কিছু হয় না বলেও মন্তব্য করেন তিনি। তবে এব্যাপারে হৈ হৈ করার কোনও মানে হয় না বলেও মন্তব্য করেছেন তিনি।

শুভেন্দু গণ আন্দোলনের কর্মী
এদিনও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় শুভেন্দু অধিকারীকে গণ আন্দোলনের কর্মী বলে উল্লেখ করেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, শুভেন্দু অধিকারী কি তৃণমূলের গন কেস। তখন মুকুল রায় বলেন, গন কেস না ইন কেস তিনি জানেন না।
শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্নের উত্তরে মুকুল রায় আগেই জানিয়েছিলেন, যাঁরা আসতে চাইছেন, যাঁদের যোগ্যতা আছে, যাঁরা মানুষের উপকার করতে চায়, তাঁরা বিজেপিতে যোগ দিতে চাইলে স্বাগত।
দিন কয়েক আগে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। মুকুল রায় সেই সময় পদত্যাগকে স্বাগত জানিয়েছিলেন। সেই সময়ও মুকুল রায় বলেছিলেন শুভেন্দু গণ আন্দোলনে ফসল। শুভেন্দু অধিকারী যদি বিজেপির সঙ্গে আসে তাহলে বাংলায় প্রতিবাদ আন্দোলন একটা নতুন মাত্রা পাবে।

মুকুল রায় আগেই জানিয়েছিলেন, তিনি সম্মানেই রয়েছেন বিজেপিতে
শুভেন্দু অধিকারীর বিজেপিতে আসা নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছে। এব্যাপারে মুকুল রায় আগেই জানিয়েছিলেন, তৃণমূল থেকে তিন বছরের বেশি সময় আগে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি সম্মানের সঙ্গে সেখানে কাজ করছেন। পাশাপাশি দলও তাঁকে ব্যবহার করছে বলেও উল্লেখ করেছিলেন মুকুল রায়। পাশাপাশি তিনি আরও বলেছিলেন, তৃণমূলে যা কিছু হচ্ছে তার সবই হচ্ছে প্রশান্ত কিশোরের ইশারায়।
নিজের বাড়িতে অনুগামীদের সঙ্গে বৈঠক শুভেন্দুর, ছন্দপতনের মাঝেই ফের ভাঙনের রেখা তৃণমূলে