বার্সেলোনা: রবিবার ওসাসুনার বিরুদ্ধে গোল করে প্রয়াত কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনাকে অভিনব শ্রদ্ধা জানিয়েছিলেন লিওনেল মেসি। ন্যু কাম্পে লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে বার্সেলোনার ৪-০ গোলের জয়ে চতুর্থ গোলটি এসেছিল মেসির পা-থেকে৷ অনেকটা মারাদোনার ঢংয়েই সেদিন গোলটা করেছিলেন মেসি৷

গোলের পর জার্সি খুলে ফেলেন মারাদোনার উত্তরসূরি৷ পরনে ছিল পূর্বসুরি মারাদোনার স্মরণে নিওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি। আর্জেন্তিনার এই দল থেকেই ন্যু কাম্পে যোগ দিয়েছিলেন মেসি৷ আর্জেন্তিনার দুই মহাতারকাই তাঁদের দেশের ক্লাব নিউওয়েলস ওলেড বয়েজ দলের হয়ে খেলেছেন। সেই ক্লাবেরই ১০ নম্বর জার্সি পরে আকাশের দিকে দু’হাত তুলে সদ্যপ্রয়াত কিংবদন্তিকে সম্মান জানান মেসি।

১৯৯৩ সালের ৭ অক্টোবর নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে মারাদোনার অভিষেক ম্যাচে উপস্থিত ছিলেন সেদিনের ছোট্ট মেসি। গোল পেয়েছিলেন আর্জেন্তিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের মহানায়ক মারাদোনা। আর দিয়েগোকে শ্রদ্ধা জানানোর ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করেন মেসি৷ গোলের পর দৌড়ে গিয়ে বার্সেলোনার জার্সিটা খুলে আকাশের দিকে দু-হাত তুলে মারাদোনাকে শ্রদ্ধা জানান তিনি৷ বার্সেলোনার জার্সির নিচেই ছিল নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের ১০ নম্বর জার্সি।

কিন্তু ফুটবলের নিয়ম অনুযায়ী, মাঠের মধ্যে বার্সেলোনার টিম জার্সি খুলে ফেলার কারণে মেসিকে হলুদ কার্ড দেখান রেফারি। শুধু তাই নয়, জরিমানাও হয় মেসির৷ ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৬৪ হাজার টাকা জরিমানাও হয় তাঁর। তবে মেসির এভাবে মারাদোনা স্মরণে সেদিন অবাক হয়েছিলেন তাঁর বার্সা সতীর্থরা। অঁতোয়ান গ্রিজমান ম্যাচ শেষে জানিয়েছিলেন, মারাদোনাকে শ্রদ্ধা জানাতে মেসির এই বিষয়টি তারাও জানতেন না। ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘আমরা জানতাম না মারাদোনাকে সম্মান জানাতে মেসি কী প্রস্তুতি নিয়েছিল। এটা ছিল দারুণ অবাক করার মতো বিষয়।’

কিন্তু প্রশ্ন উঠেছে, প্রয়াত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মেসিকে হলুদ কার্ড দেখানো নিয়ে৷ লা লিগা কমিটির কাছে হলুদ কার্ড প্রত্যাহারের আবেদনও জানাবে বার্সেলোনা। এ ক্ষেত্রে বার্সা কর্তারা অতীতে রিয়াল মাদ্রিদ তারকা সের্জিও র‌্যামোসের উদাহরণ তুলে ধরতে পারেন। ২০০৭ সালে সেভিয়ার ফুটবলার আন্তোনিয়ো পুয়ের্তার স্মরণে নিজের জার্সি খুলে সেভিয়ার জার্সি পরেছিলেন র‌্যামোস। তাঁকেও সেই সময়ে হলুদ কার্ড দেখানো হয়। পরে রিয়াল মাদ্রিদের অনুরোধে হলুদ কার্ড প্রত্যাহার করে নিয়েছিল লা লিগা কমিটি।

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু'দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I