অস্ট্রেলিয়াকে হারিয়ে লজ্জাজনক অধ্যায় রচনার হাত থেকে বাঁচলেন বিরাট!
বুধবার ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রলিয়ার বিরুদ্ধে তাদেরই মাঠ তিন ম্যাচের সিরিজের শেষ মোকাবিলা জিতে গেল ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে জাতীয় দলের অধিনায়ক হিসেবে এক লজ্জাজনক অধ্যায় রচনার হাত থেকেও বেঁচে গেল টিম ইন্ডিয়া। এমএস ধোনির সঙ্গে একই আসনে বসলেন বিরাট কোহলি। দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

একই বছর দুই সিরিজ হোয়াইটওয়াশ থেকে রক্ষা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ মোকাবিলা জিতে হোয়াইটওয়াশের হাত থেকে বেঁচেছে ভারতীয় ক্রিকেট দল। অন্যথায় একই বছরে দুই বার অপ্রীতিকর ঘটনা ঘটে যেত। গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হোয়াইটওয়াশের সম্মুখীন হতে হয়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে।

টানা ৬ ম্যাচে হার থেকে রক্ষা
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিতে লজ্জাজনক অধ্যায় রচনার থেকে বেঁচে গিয়েছে টিম ইন্ডিয়া। গত নিউজিল্যান্ড সফর নিয়ে টানা ৫টি ওয়ান ডে ম্যাচ হেরেছে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এদিন হারলে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে টপকে যেতেন বিরাট।

ত্রয়ীর সঙ্গে এক আসনে
১৯৮৯ সালে দিলীপ বেঙ্গসরকার, ১৯৮৮ সালে রবি শাস্ত্রী এবং ২০১৫-১৬ মরসুমে এমএস ধোনির ভারত পরপর পাঁচটি ওয়ান ডে ম্যাচ হেরেছিল। মানুকা ওভালে অস্ট্রলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিতে সেই রেকর্ডেরই ভাগীদার হয়ে থাকল বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

সামনে গাভাসকর
১৯৮১ সালে সুনীল গাভাসকরের নেতৃত্বে টানা সাতটি ওয়ান ডে ম্যাচ হেরেছিল ভারতীয় ক্রিকেট দল। মানুকা ওভালে অস্ট্রলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিতেও কিংবদন্তির কাছেই রইলেন রান মেশিন।

ধোনির মতো হল না
২০১১-১২ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ভিন্ন ফর্ম্যাট হলেও আট বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আবারও সিরিজ হোয়াইটওয়াশ হওয়া থেকে বেঁচে গেল বিরাট কোহলির টিম ইন্ডিয়া।
নতুন বোলিং কম্বিনেশনের কাঁধে চেপে হোয়াইটওয়াশ এড়াল কোহলির ভারত, অজিদের বিরুদ্ধে উত্তেজক ম্যাচ জয়