কলকাতা: একসময় বাংলায় বামপন্থীরা স্লোগান তুলেছিল লাঙ্গল যার জমি তার। সেই আন্দোলনের জেরে বাংলায় জমিদারি অবসান ঘটে ছিল। কিন্তু এখন মোদী তার দলের তরফ থেকে কৃষি জমি থেকে ফসল সবকিছুই আম্বানি আদানি করে দিচ্ছেন। এমন মন্তব্য করেছেন সিপিএম পলিটব্যুরোর মহম্মদ সেলিম।
সেলিমের অভিযোগ, গোটা দেশের কৃষকেরা যখন রাস্তায় নেমে আন্দোলন করছে এবং তাদের আটকাতে দিল্লিতে ধুন্ধুমার চলছে। সেইসময় বারানসীতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী কৃষকদের সঙ্গে মিথ্যাচার করছেন। সিপিএম পলিটব্যুরোর সদস্য অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী সরকারি খরচে অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তব্য পেশ করছেন।
এই প্রসঙ্গে সেলিম জানান, প্রধানমন্ত্রী কৃষকদের নিয়ে মিথ্যাচার করছেন। কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলেছিলেন অথচ কৃষকরা আত্মহত্যা করছে। প্রশ্ন তোলেন কেন স্বামীনাথন কমিশনের সুপারিস কার্যকর হচ্ছে না? এর রেশ টেনে তিনি জানান, মোদী তো বলছেন জমি আদানি- আম্বানিদের ।