বাংলার বিকাশে অবাঙালিদের ভূমিকা বেশি, বিতর্কিত মন্তব্য দিলীপের, পাল্টা দিলেন কল্যাণ
ফের বেসামাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার প্রকাশ্যে বাঙালি-অাবাঙালি বিভেদ তৈরি করলেন তিনি। দিলীপ ঘোষ এদিন দাবি করেছেন বাংলার উন্নয়নে বাঙালিদের থেকে অবাঙালিদের ভূমিকা বেশি। তাতেই সমালোচনার পারদ চড়েছে। এক যোগে বিজেপিকে আক্রমণ করেছে বাম- তৃণমূল। ধ্বংসের রাজনীতি করছে বিজেপি আক্রমণ করেছেন সিপিএম নেতা শমীক লাহিড়ি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দিলীপ ঘোষকে আক্রমণে বিঁধেছেন।

অবাঙালিদের ভূমিকা বেশি
বাংলার উন্নয়নে বাঙালিদের থেকে অবাঙালিদের ভূমিকা বেশি। অবাঙালিদেরই অবদান সবচেয়ে বেশি। বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ দাবি করেছেন সেই ব্রিটিশ আমোল থেকেই বাংলায় ব্যবসা-বাণিজ্য করতে আসেন বাইরের লোকেরা। গঙ্গার তীরে যত কল-কারখানা আছে, সেগুলি বেশিরভাগই তৈরি করেছে বাইরের রাজ্য থেকে আসা লোকেরা। কাজেই বাংলার উন্নয়নে বাঙালিদের থেকে অবাঙালিদের অবদানই সবচেয়ে বেশি বলে মনে করেন দিলীপ ঘোষ।

তৃণমূলকে বিঁধলেন দিলীপ
দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যারা রাজ্যে এসে রিকশা চালাচ্ছে, মজদুরি করছে তাঁরা বাইরের লোক। কাজের জন্য যাঁরা বাংলায় আসছেন তাঁরা বাইরের লোক। আর শাহরুখ খান-প্রশান্ত কিশোর আপন হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে একুশের ভোটকে টার্গেট করে বাইরের ৫ নেতাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন অমিত শাহরা। তাঁদের বারবার বহিরাগত বলে আক্রমণ শানিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস।

পাল্টা দিলেন কল্যাণ
দিলীপের অবাঙালি তুষ্টির পাল্ট জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বাংলায় যাঁরা থাকবেন তাঁরাই বাঙালি। বিভাজনের রাজনীতি করছে বিজেপি। তবে এটা বেশিদিন চলবে না। বাইরে থেকে যাঁরা এসে রাজ্যে প্রচার চালাচ্ছে তাঁরাই আসলে বহিরাগত বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

পাল্টা আক্রমণ সিপিএমের
পাল্টা আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা শমীক লাহিড়িও। বিভাজনের রাজনীতিতে মেতেছে বিজেপি। জাতি ধর্ম ভাঙার ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে গেরুয়া শিবির। কৃষকের অধিকার, চাকরি এসব নিয়ে তাঁদের মুখে কোনও কথা নেই। কেবল ভেদাভেদ তৈরি করে চলেছেন তাঁরা।
করোনা টীকার স্বেচ্ছাসেবক হতে চান রাজ্যপাল, 'কিন্তু...' কী জানাল নাইসেড