ক্যানবেরা: মানুকা ওভালের ব্যাটিং পিচে শুরুটা ভালো না-হলেও হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ঝোড়ো সেঞ্চুরি পার্টনারশিপে অস্ট্রেলিয়ার সামনে বড় রানের টার্গেট রাখল ভারত৷ টপ-অর্ডার ব্যর্থ হলেও বিরাট কোহলির হাফ-সেঞ্চুরি এবং ষষ্ঠ উইকেটে হার্দিক ও জাদেজার অবিভক্ত ১৫০ রানের পার্টনারশিপে নির্ধারিত ৫০ ওভারে ৩০২ রান তুলেছে টিম ইন্ডিয়া৷
এক সময় মনে হয়েছিল আড়াইশো রানের গণ্ডি টপকাতে হিমশিম খাবেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ কিন্তু হার্দিক ও জাদেজার দুরন্ত ব্যাটিং তিনশো রানের গণ্ডি টপকে যায় ভারত৷ ইনিংসের শেষদিকে অজি বোলারদের নিয়ে ছেলেখেলা করেন এই দুই ভারতীয় অল-রাউন্ডার৷ শেষ ৫ ওভারে কোনও উইকেট না-হারিয়ে ৭৬ রান যোগ করে ভারত৷
সিডনিতে প্রথম দু’টি ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুুরে নিয়েছে অস্ট্রেলিয়া৷ এদিন কোহলিদের সামনে সম্মান বাঁচানোর ম্যাচ৷ সিরিজ হোয়াইটওয়াশ আটকাতে এই ম্যাচ জিততেই হবে বিরাটদের৷ মানুকা ওভালের ব্যাটিং পিচে টস জিতে প্রথম ব্যাটিং নিলেও বিরাটদের রান তোলার গতি ছিল অত্যন্ত মন্থর৷
এদিন দলে চারটি পরিবর্তন করে ভারত৷ প্রথম দু’টি ম্যাচে ব্যর্থ ময়াঙ্ক আগরওয়ালকে বসিয়ে এদিন শুভমন গিলকে থেলায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷শিখর ধাওয়ানের সঙ্গে এদিন ভারতীয় ইনিংস শুরু করেন শুভমন৷ কিন্তু ওপেনিং জুটিতে মাত্র ২৬ রান যোগ করে ভারত৷ ব্যক্তিগত ১৬ রানে প্যাভিলিয়নে ফেরে ধাওয়ান৷
এরপর বিরাট ও শুভমন ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ কিন্তু ব্যক্তিগত ৩৩ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান গিল৷ এরপর অল্প সময়ের ব্যবধানে শ্রেয়স আইয়ার (১৯) ও লোকেশ রাহুলের (৫) উইকেট হারায় টিম ইন্ডিয়া৷ তবে এদিন তাঁর ওয়ান ডে ক্রিকেটে ৬০তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি৷
তবে ব্যক্তিগত ২৩ রানে পৌঁছতেই ওয়ান ডে ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে যান বিরাট৷ সেই সঙ্গে সচিন তেন্ডুলকররে দ্রুততম ১২ হাজার রানের মাইলস্টোনের রেকর্ড ভেঙে ফেলেন কোহলি৷ সচিনের থেকে ৫৮টি ইনিংস কম খেলে এই মাইলস্টোন টপকে যান বিরাট৷ হাফ-সেঞ্চুরি করলেও বড় ইনিংস খেলতে পারেননি ভারত অধিনায়ক৷ ৭৮ বলে ব্যক্তিগত ৬৩ রানে কোহলিকে আউট করেন জোস হ্যাজেলউড৷
১৫২ রানে পাঁচ উইকেট হারায় ভারত৷ বিরাট প্যাভিলিয়নে ফেরার পর ভারতীয় ইনিংসের হাল ধরেন পান্ডিয়া ও জাদেজা৷ প্রথমে একটু দেখে নিয়ে অজি বোলারদের বিরুদ্ধে আক্রমণের রাস্তায় হাঁটেন এই ভারতীয় ভারতীয় অল-রাউন্ডার৷ ব্যাটে ঝড় তুলে দু’জনেই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন৷ শেষ পর্যন্ত হার্দিক ৯২ এবং জাদেজা ৬৬ রানে অপরাজিত থাকেন৷ ৭৬ বলের ইনিংস সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকান হার্দিক৷ আর ৫০ বলের ইনিংসে ৫টি বাউন্ডারি ও তিনটি ছক্ক হাঁকান জাদেজা৷