স্টাফ রিপোর্টার, বালুরঘাট : শুভেন্দুর আসা না আসা নিয়ে চায়ে-পে চর্চায় কটাক্ষ করলেন বিজেপি সাধারণ সম্পাদক রথীন্দ্র নাথ বসু। ‘তৃণমূলের উপর বিরূপ মনোভাবের যাঁরা দেশকে ভালোবাসেন যাঁরা মানুষের ভালো চান তাঁদের সবাইকে বিজেপিতে স্বাগত।’
‘বিহারের নির্বাচনে দল ভালো ফল করেছেন। এমনকি লোকসভা নির্বাচন পরবর্তীতে বাংলায় বিজেপির সংগঠন আগের চাইতে আরও ভালো হয়েছে। সুতরাং কে তৃণমূলে ফিরে এলেন কে এলেন না তাতে বিজেপির কোনও যায় আসে না।’ শুভেন্দু প্রসঙ্গে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র নাথ বসু।
বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে চায়ে-পে চর্চায় বেরিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে মিলিত হন তিনি। শহরের যুবশ্রী মোড় এলাকায় চায়ের দোকানের বৈঠকি আড্ডায় তৃণমূলের আরও বহু নেতা ও কর্মীরা তাঁদের দলে আসার অপেক্ষায় রয়েছেন বলে বিজেপি সম্পাদক দাবি করেছেন।
এদিন বালুরঘাটে প্রাতঃভ্রমণ ও চায়েপে চর্চার আড্ডায় রথীন্দ্রনাথ বসুর সঙ্গে ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা রাহুল মন্ডল ও বালুরঘাট শহর মন্ডলের সভাপতি সুমন বর্মন সহ অনেকেই।