ইস্টবেঙ্গলের দাপুটে জয়ের ১ দিন পর বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ফের হার মোহনবাগানের
টানটান প্রতিদ্বন্দ্বিতায় জমে গিয়েছে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। মঙ্গলবার প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে দাপুটে জয় পায় ইস্টবেঙ্গল। এক দিন পর তপন মেমোরিয়ালের কাছে হেরে নিজেদের জন্য সমস্যা বাড়িয়ে দিল মোহনবাগান। এই অবস্থায় বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের নক আউট স্তরে পৌঁছতে বেশ কসরত করতে হবে সবুজ-মেরুনকে।

বুধবার ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে তপন মেমোরিয়াল ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে সবুজ-মেরুন। মোহনবাগানের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার অঙ্কুর পাল। ২৭ রান করেন দ্বিতীয় ওপেনার সৌরভ পাল। তপন মেমোরিয়ালের হয়ে একটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ, রমেশ প্রসাদ, বিকাশ সিং ও গৌরব চৌহান।
১৯ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তপন মেমোরিয়াল। জয়ী দলের হয়ে ২৪ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক শাহবাজ আহমেদ। ৩৩ রান করেন গৌরব চৌহান। মোহনবাগানের হয়ে দুটি করে উইকেট নেন অনুরাগ তিওয়ারি ও বিবেক সিং।
মঙ্গলবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জের গুরুত্বপূর্ণ ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছিল লাল-হলুদ। সর্বাধিক ৬৫ রান করেন শ্রীবৎস গোস্বামী। ৫০ রান করেন কনিষ্ক শেঠ। কালীঘাটের হয়ে একটি করে উইকেট নেন অমিত কুলিয়া, মিথিলেশ দাস এবং সৌরভ মন্ডল।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২২ রান তোলে কালীঘাট। পরাজিত দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার জয়জিৎ বসু। ইস্টবেঙ্গলের হয়ে দুটি করে উইকেট নেন সুজিত যাদব ও অর্নব নন্দী।
অধিকারী গড়ে মমতার সভার আগেই শুভেন্দু দিতে চলেছেন বড় দান! রুদ্ধশ্বাস রাজনৈতিক কাউন্টডাউন শুরু