ক্যানবেরা: শেষ ১১ বছরে প্রথমবার৷ ওয়ান ডে ক্রিকেটে চলতি বছরে কোনও সেঞ্চুরি নেই বিরাট কোহলির ব্যাটে৷ বুধবার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ৬৩ রান আউট হন কোহলি৷ সেই সঙ্গে গত এক দশকে প্রথমবার কোনও বছরে ওয়ান ডে-তে সেঞ্চুরি নেই বিরাটের ব্যাটে৷ ২০০৯ সালের পর এমনটা কোনও বছর হয়নি৷

করোনাভাইরাস অতিমহামারীর কারণে চলতি বছর মার্চ থেকে অস্ট্রেলিয়া সফরের আগে পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারত৷ ২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলে টিম ইন্ডিয়া৷ সিডনিতে প্রথম ওয়ান ডে ম্যাচে রান পাননি ক্যাপ্টেন কোহলি৷ মাত্র ২১ রান এসেছিল বিরাটের ব্যাট থেকে৷ তবে দ্বিতীয় ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় বিরাটের৷ ৮৯ রানে আউট হন ভারত অধিনায়ক৷ আর এদিন ৬৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট৷ ফলে এই তিন ম্যাচে সেঞ্চুরি পাননি কোহলি৷

২০২০ সালে মোট ৯টি ওয়ান ডে খেলেছেন কোহলি৷ বছরের শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ৷ তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং বছর শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে ওয়ান ডে সিরিজ খেলে ভারত৷ মোটি ৯টি ম্যাচে একটিতেও সেঞ্চুরি পাননি কোহলি৷ সর্বোচ্চ ৮৯ রান করেন ভারত অধিনায়ক৷

২০০৯ সালে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে প্রথম শতরান করেছিলেন বিরাট৷ তারপর থেকে গত ১১ বছরে কোনও বার ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরিহীন থাকেনি বিরাটের ব্যাট৷ শুধু তাই নয়, গত তিন বছরে ওয়ান ডে ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি করেছেন কোহলি৷ ২০১৭ ও ২০১৮ সালে ছ’টি করে এবং ২০১৯ সালে পাঁচটি সেঞ্চুরি করেন বিরাট৷ কিন্তু ২০২০ সালে কোনও সেঞ্চুরি নেই বিরাটের ব্যাটে৷

সেঞ্চুরি না-পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দু’টি মাইলস্টোন টপকেছেন কোহলি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ২২ হাজার রান টপকে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট৷ আর এদিন ওয়ান ডে-তে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের মাইলস্টোন টপকান তিনি৷ এক্ষেত্রেও লিটল মাস্টারের রেকর্ড ভাঙেন কোহলি৷ মাস্টার ব্লাস্টারের থেকে ৫৮টি ইনিংস কম খেলে ১২ হাজার রানের মাইলস্টোন পেরিয়ে যান বিরাট৷

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু'দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I