তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি! বাধা কাটিয়ে আসবে জাঁকিয়ে শীত, বাংলার আবহাওয়ার রিপোর্ট একনজরে
এদিন সকালে দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়তেই শীত উধাও। রাজ্যের বেশিরভাগ শহরের তাপমাত্রাই (weather) মঙ্গলবারের থেকে এদিন বেড়েছে। কলকাতার তাপমাত্রাও এদিন মঙ্গলবারের থেকে সামান্য। বেড়েছে।

বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত
একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ এবং সন্নিহিত এলাকার ওপরে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে মালয় উপদ্বীপের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে আন্দামান এবং সন্নিহিত এলাকার ওপরে ৪ ডিসেম্বর নাগাদ নিম্নচাপ তৈরি হতে পারে।
গত ২৪ ঘন্টায় আন্দামান নিকোবরে খুব হাল্কা বৃষ্টি হয়েছে। তবে বাকি এলাকার আবহাওয়া শুকনো। এদিন সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হয়নি। তবে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে বেশি। এদিন সমতলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওড়িশার সোনেপুরে। এদিন সেখানকার তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণিঝড় বুরেভি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আগামী ১২ ঘন্টায় তা শ্রীলঙ্কা অতিক্রম করবে বলেও অনুমান করছেন আবহবিদরা।
এই ঘূর্ণিঝড় তামিলনাড়ু উপকূলের কন্যাকুমারী এবং পাম্বানের মধ্যে দিয়ে অতিক্রম করবে তিন ডিসেম্বর রাত থেকে ৪ ডিসেম্বরের সকালের মধ্যে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া সাধারণভাবে শুকনো থাকবে। আগামী ৪ থেকে ৫ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১৪.২ ( ১৩.৭)
বালুরঘাট ১৩.৮ (১৪.২)
বাঁকুড়া ১৪.৬ ( ১৩.৮)
ব্যারাকপুর ১২.৯ ( ১২.৮ )
বহরমপুর ১৬.৮ (১৭.৪ )
বর্ধমান ১৪ (১৪.৪ )
ক্যানিং ১৪ (১৪.৬ )
কোচবিহার ১১.৭ ( ১১.৭ )
দার্জিলিং ৭.২ (৭.৮ )
দিঘা ১৫.১ ( ১৪.৩)
কলকাতা ১৫.৮ (১৫.৪ )
মালদহ ১৮ (১৭.৭ )
পুরুলিয়া ১৩ (১২.৪ )
শিলিগুড়ি ১২ (১১.৮)
শ্রীনিকেতন ১৩.৬ (১১.৯ )
শেষ মুহূর্তে হঠাৎ বাতিল অনুষ্ঠান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা বক্তব্য রাখা হল না মমতার