কলকাতা:বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন পাখির চোখ হয়ে উঠছে কর্মসংস্থান। আর সে কথায় মাথায় রেখে তাকে এবার এ রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিষয় কিছুর ঘোষণা করতে দেখা গেল। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কর্ম সংস্থানের জন্য‌ ২০টি তথ্যপ্রযুক্তি সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে। যার ফলে কয়েক হাজার ছেলেমেয়ে কর্মসংস্থান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একেবারে আমেরিকার সিলিকন ভ্যালিকে মাথায় রেখে নিউটাউনে তথ্য প্রযুক্তি হাব গড়ার পরিকল্পনা করা হয়েছিল। এজন্য গত বছর নিউটাউনে ২০টি সংস্থাকে ১০০ একর জমি দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, গতবছরে যে ১০০ একর দেওয়ার কথা ছিল তা পূরণ হয়েছে। এবার আরও ১০০ একর জমি চেয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা গুলি এবং তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন,উইপ্রো নতুন প্রকল্পের জন্য জমি চেয়েছিল রাজ্যের কাছে। সেই জমির ব্যাপারেও এদিন মন্ত্রী সভায় সিদ্ধান্ত হয়েছে। উইপ্রো আবেদন জানিয়েছিল ইনফোসিসকে যে শর্তের জমি দেওয়া হয়েছিল সেই শর্তে যেন তাদের জমি দেওয়া হলে তারাও তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়বে।

এদিকে ইনফোসিসকে নতুন প্রকল্প করার জন্য আহবান জানানো হয়েছিল। রাজ্যের সেই ডাকে সাড়া দিয়েছে ইনফোসিস। এর ফলে এই সংস্থাটি তাদের নতুন প্রকল্পের কাজ ২০২১ সালের জুন মাসে শুরু করতে চায়। এজন্য ডিসেম্বর মাসেই নতুন প্রকল্পের খসড়া প্রস্তাব জমা দেবে। এক বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে।উইপ্রো এবং ইনফোসিস এই দুই বৃহৎ সংস্থার কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে মনে করছে রাজ্য সরকার।

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু'দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I