পানাজি: ভাস্কোর তিলক ময়দানে বুধবার আইএসএলের ১৪তম ম্যাচে হায়দরাবাদ এফসি মুখোমুখি জামশেদপুর এফসি’র। দু’দলেরই টুর্নামেন্টে তৃতীয় ম্যাচ এটি। প্রথম দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরে হায়দরাবাদ এফসি। অন্যদিকে প্রথম দু’ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৯ নম্বরে জামশেদপুর এফসি।

চেন্নাইয়িনের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করেছিল ওয়েন কয়েলের জামশেদপুর এফসি। এরপর দ্বিতীয় ম্যাচে দু’গোলে এগিয়ে গিয়েও ওডিশা এফসি’র বিরুদ্ধে ড্র করেছে তারা। হায়দরাবাদ যদিও অপরাজিত প্রথম দু’টি ম্যাচে। প্রথম ম্যাচে ওডিশা এফসি’কে ১-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে হায়দরাবাদ। ‘নিজাম’দের বিরুদ্ধে ম্যাচে জামশেদপুর পাচ্ছে না তাদের পয়লা নম্বর গোলরক্ষক টিপি রেহনেশকে। গত ম্যাচে বক্সের বাইরে হ্যান্ডবল করায় লাল কার্ড দেখেন তিনি। পরিবর্ত হিসেবে নামা অমরজিৎ কিয়ামই আজকের ম্যাচে শুরু করবেন একাদশে।

হায়দরাবাদের জন্য চিন্তা অবশ্যই বিপক্ষের আপফ্রন্টে নেরিজাস ভালস্কিসের উপস্থিতি এবং গত ম্যাচে দুই বিদেশির চোট। জোয়েল চিয়ানসে এবং লুইস সাস্ত্রে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমার্ধেই চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন। এখন দেখার ‘মেন অফ স্টিলে’র বিরুদ্ধে দুই বিদেশিকে পায় কীনা হায়দরাবাদ। তবে জামশেদপুরের বিরুদ্ধে ফিট অবস্থায় এই দুই বিদেশিকে পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। চোট পাওয়া এই দুই ফুটবলারকে বাদ দিয়েই হায়দরাবাদের সম্ভাব্য একাদশ এবং জামশেদপুর এফসি’র সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক। এপ্রসঙ্গে জানিয়ে রাখা ভালো গত মরশুমে দু’বারের সাক্ষাতে একটি ম্যাচ জিতেছিল জামশেদপুর এবং অন্যটি শেষ হয়েছিল অমিমাংসিতভাবে।

হায়দরাবাদ এফসি সম্ভাব্য একাদশ (৪-৩-৩): সুব্রত পাল (গোলরক্ষক), আশিস রাই, ওদেই ওনায়িন্দিয়া, চিংলেনসানা সিং, আকাশ মিশ্র, জোয়াও ভিক্টর, হিতেশ শর্মা, মহম্মদ ইয়াসির, হালিচরন নার্জারি, আরিদেন সান্তানা, লিস্টন কোলাসো।

জামশেদপুর এফসি সম্ভাব্য একাদশ (৪-২-৩-১): পবন কুমার, লালরিনদিয়ানা রেন্থলেই, স্টিফেন এজে, পিটার হার্টলে, রিকি লালময়ামা, আইতর মনরয়, অমরজিত কিয়াম, জ্যাকিচাঁদ সিং, অ্যালেক্স লিমা, অনিকেত যাদব, নেরিজাস ভালস্কিস।

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু'দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I