ওয়ান ডে-তে ২১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন পান্ডিয়া ও জাদেজা
ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে আগে ব্যাট করে তিনশো রানের গণ্ডী পেরিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। সৌজন্যে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ঝড়ো ও লড়াকু পার্টনারশিপ। সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ২১ বছরের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করেছেন দুই ভারতীয় ক্রিকেটার। দেখে নেওয়া যাক সে সংক্রান্ত পরিসংখ্যান।

পান্ডিয়া ও জাদেজার পার্টনারশিপ
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে ব্যাট করার সুযোগ পেয়েও ১৫২ রানে ৫ উইকেট হারিয়ে সমস্যায় পড়ে যায় টিম ইন্ডিয়া। অধিনায়ক বিরাট কোহলি আউট হওয়ার পর ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। উল্টোদিকে দাঁড়িয়ে থাকা হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর ১০৮ বলে ১৫০ রানের পার্টনারশিপ হয়। ৭৬ বলে ৯২ রান করেন পান্ডিয়া। ৫০ বলে ৬৬ করে অপরাজিত থাকেন জাদেজা।

২১ বছরের রেকর্ড চুরমার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-র ষষ্ঠ উইকেটে পার্টনারশিপের নিরিখে ভারতের ২১ বছরের রেকর্ড ভেঙেছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। ১৯৯৯ সালে কলোম্বো-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-র ষষ্ঠ উইকেটে ১২৩ রানের পার্টনারশিপ হয়েছিল প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান রবিন সিং ও সদাগোপান রমেশের মধ্যে।

তৃতীয় সর্বোচ্চ ষষ্ঠ উইকেট পার্টনারশিপ
ভারতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-র ষষ্ঠ উইকেটের পার্টনারশিপের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। ২০১৫ সালে জিম্বোবোয়ের হারারে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬০ রানের পার্টনারশিপ হয়েছিল ভারতের আম্বাতি রায়ডু ও স্টুয়ার্ট বিনির মধ্যে। ২০০৫ সালে একই মাঠে এমএস ধোনি ও যুবরাজ সিংয়ের মধ্যে ১৫৮ রানের পার্টনারশিপ হয়েছিল।

পান্ডিয়ার সর্বোচ্চ স্কোর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ড-তে ৯২ রান করে অপরাজিত থেকে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করান হার্দিক পান্ডিয়া। একদিনের ক্রিকেটে এটিই তাঁর সর্বোচ্চ স্কোর।
গেমচেঞ্জার হার্দিক-জাদেজা, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিল ভারত