শুভেন্দুর 'একসঙ্গে কাজ করা মুশকিল' বার্তা শুনে কল্যাণ রাখলেন কোন বক্তব্য! ফের তুঙ্গে রাজনীতির পারদ
সামনের ৭ ডিসেম্বর আরও এক হাইভোল্টেজ সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। তার আগে মঙ্গলবারের তৃণমূলের নেতৃত্বের সামনে শুভেন্দুর বৈঠকের পর এদিন নন্দীগ্রামের বিধায়ক সৌগত রায়কে মেসেজ করে সাফ জানান যে 'একসঙ্গে কাজ করা সম্ভব নয়।' এরপরই বক্তব্য রাখেন কল্যাণ বন্দ্য়োপধ্যায়।


শুভেন্দু-কল্যাণ সংঘাত
শুভেন্দুর সমবায় বিষয়ক রামগড়ের সভার আগে তাঁকে টার্গেট করে নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছিল বল অধিকারীরা এগোতে পেরেছে। এই প্রসঙ্গে 'মিউনিসিপালিটির সামেন আলু বেচতিস' মন্তব্যও উঠে আসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। এরপরই কল্যাণ গড়ে গিয়ে শুভেন্দু প্রশ্ন তোলেন, ' আমার পরিবারের নামে কেউ খারাপ কথা বললে কি আপনারা মেনে নেবেন?' সভার দর্শকাসন থেকে সজোরে উত্তর আসে 'না'। সংঘাত চরমে ওঠে।

শুভেন্দুকে আক্রমণ কল্যাণের
বহুবার শুভেন্দু প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, শুভেন্দুর সমর্থনে পোস্টার বিজেপি দিচ্ছে। নাম করে সিধা নিশানায় কল্যাণের অভিযোগ , নন্দীগ্রামের বিধায়ক অনেক তৃণমূল নেতাকে বিজেপিতে যোগদানের কথা বলছেন। তবে এই সমস্ত বক্তব্যের কোনও পাল্টা বক্তব্য না দিয়ে, রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শুভেন্দু পর পর সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দেন।

সৌগতকে শুভেন্দুর মেসেজের পর কল্যাণের বক্তব্য
'আমি বৈঠকে ছিলাম না। আমি কিছু জানিনা কী আলোচনা হয়েছে। বৈঠক যে হয়েছে তা জানতাম না। ' এরপরই তিনি বলেন, সংবাদমাধ্যমের হাত ধরেই তিনি জানতে পারেন যে বৈঠক হয়। তবে বৈঠকের খবর শুনে 'আম আনন্দ পেয়েছিলাম। একন মনটা খারাপ হয়ে গেল। '

'সবাই একসঙ্গে কাজ করলে ভালো হত'
কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু র করা সৌগতর মেসেজ নিয়ে বলেন, শুভেন্দপর সঙ্গে দলের সমস্যা মিটেছে শুনে তিনি ছেলের সঙ্গে রাত দেড়টা পর্যন্ত নাচ করেন। তবে এরপর শুভেন্দুর বক্তব্য শুনে কল্যাণের প্রতিক্রিয়া 'মনটা খারাপ হয়ে গেল। সবাই একসঙ্গে কাজ করলে ভালো হত। '
মমতার আগেই জেলা সফর শুরু করছেন অধীর! জঙ্গলমহলের পাশাপাশি যাবেন উত্তরবঙ্গেও