সিডনি: সিডনিতে অস্ট্রেলিয়া বনাম ভারতের টি২০ সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে গ্যালারিতে একশো শতাংশ দর্শক নিয়েই। আগামী ৭ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ শিথিল করে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। করোনা ভাইরাসের জেরে গত মার্চ থেকে যে সকল নিষেধাজ্ঞা বলবৎ হয়েছিল তা আগামী ৭ ডিসেম্বর থেকে সেগুলি পুরোপুরিভাবে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আর সেই কারণে আউটডোর স্টেডিয়ামগুলোতে একশো শতাংশ দর্শক সমাগমে আর কোনও বাধা রইল না।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির দলের সফর শুরুই হয়েছিল স্টেডিয়ামে দর্শক সমাগমে। সদ্য-সমাপ্ত ওয়ান-ডে সিরিজের প্রথম দু’টি ম্যাচ সিডনিতে হয়েছিল গ্যালারিতে দর্শক নিয়েই। তবে কিছু বিধি-নিষেধ বলবৎ থাকায় ৫০ শতাংশ দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হয়েছিল। নিউ সাউথ ওয়েলসের প্রধান গ্ল্যাডিস বেরেজিকলিয়ান জানিয়েছেন, আগামী সোমবার থেকে আউটডোর স্টেডিয়ামগুলো জনসাধারণের জন্য একশো শতাংশ উন্মুক্ত করে দেওয়া হবে।

রয়টার্সকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘আমরা সমস্তকিছুর মধ্যে একটা সমতা আনার চেষ্টা করছি। সাধারণ মানুষের স্বাধীনতার পাশাপাশি আমাদের লক্ষ্য সাধারণ মানুষের রুজি-রোজগার পুনরায় যাতে ফুলেফেঁপে ওঠে। তবে সবকিছুই হবে কোভিড থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রাথমিক সতর্কতা অবলম্বন করেই। ‘ প্রসঙ্গত, গত তিন সপ্তাহ ধরে নিউ সাউথ ওয়েলস প্রদেশে নতুন করে করোনা আক্রান্তের কোনও খবর না মেলায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

আর এর ফলে আগামী মঙ্গলবার ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের শেষ ম্যাচটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে হাউসফুল গ্যালারিতে। বুধবারই শেষ হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তিনম্যাচের ওয়ান-ডে সিরিজ। প্রথম দু’ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ হওয়া থেকে রক্ষা পেল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দল।

ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া-রবীন্দ্র জাদেজা জুটির রেকর্ড পার্টনারশিপে ভর করে মানুকা ওভালে এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩০২ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২৮৯ রানে অল-আউট হয়ে যায় ক্যাঙ্গারু বাহিনী।

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু'দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I