বছর শেষে বড় ঘোষণা কেকেআরে, ক্রিকেটের নতুন দল কিনতে চলেছেন শাহরুখ
বছর শেষে বড় ঘোষণা কেকেআরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর এবার তৃতীয় ক্রিকেট দল কিনতে চলেছে কেকেআর গ্রুপ। এবার সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট পা রাখতে চলেছেন বাদশা। শাহরুখ খান মেজর লিগ ক্রিকেটের দল কিনতে চলেছেন। ২০২২ সালে, ছয় দলের ফ্র্যাঞ্চাইজি লিগে শাহরুখের দলকে খেলতে দেখা যাবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর লস অ্যাঞ্জেলসের ফ্র্যাঞ্চাইজির মালিক হচ্ছে কেকেআর গ্রুপ। শাহরুখ ছাড়াও জুই চাওলা-জয় মেহতারাও মালিক থাকছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটে বিনিয়োগ করায় কেকেআর এবার বড় ভূমিকা নিয়ে চলেছে। কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল কিনলে সেই দলটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু মেজর লিগ ক্রিকেটে দল কেনার ক্ষেত্রে লিগের অংশীদারিত্বে বিনিয়োগ করতে হয়ে। কেকেআর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে বড় বিনিয়োগ করতে চলেছে।'
প্রসঙ্গত ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্মলগ্ন থেকে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স দলের মালিক। সেই সঙ্গে ২০১৫ সাল থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কেকেআর গোষ্ঠীর ত্রিনবাগো নাইট রাইডার্স বলে দল রয়েছে।
এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে বিনিয়োগ করতে চলেছে কেকেআর। প্রসঙ্গত চলতি বছরই শাহরুখের কেকেআরে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলি খান খেলতে এসেছিলেন। আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম আমেরিকান ক্রিকেটার।
শাহরুখের দল ১৩ বছরের আইপিএলে ২ বার ও ছয় বছরের সিপিএলে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। এবার ২০২২ সালে মার্কিন ক্রিকেটে পা রাখার বছরে কেকেআরের দল কেমন ক্রিকেট উপহার দেয়, সেই নিয়েই ফ্যানেদের মধ্যে চর্চা শুরু হয়ে গেল।