ফিরে দেখা আইপিএল ২০২০, শুরু থেকে শেষের পরিসংখ্যান এক নজরে
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে সফল ভাবেই আইপিএল ২০২০ আয়োজন করেছে বিসিসিআই। দর্শকশূন্য স্টেডিয়ামেও যে এত বড় টুর্নামেন্টের আসর বসানো সম্ভব, তাও দেখিয়ে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল ২০২০-এর ভিউয়ারশিপ অন্যান্য সব বছরকে ছাপিয়ে গিয়েছে। তারই প্রেক্ষাপটে বছর শেষের মুখে টু্র্নামেন্ট সংক্রান্ত তথ্যগুলি ঝালিয়ে নেওয়া যাক।

ভারতের বাইরে দ্বিতীয় বার
২০০৯ সালে হওয়া দ্বিতীয় আইপিএল লোকসভা নির্বাচনের কারণে ভারতে আয়োজন করা সম্ভব হয়নি। সেবার দক্ষিণ আফ্রিকায় হয়েছিল টুর্নামেন্ট। এবার করোনা ভাইরাসের কারণে ভারতের বাইরে নিয়ে যাওয়া হয় টুর্নামেন্ট। টুর্নামেন্টের ১৩তম সংস্করণ হয় সংযুক্ত আরব আমিরশাহীতে।

কবে শুরু এবং শেষ
গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে হয় প্রথম ম্যাচ। ১০ নভেম্বর শেষ হয় টুর্নামেন্ট।

মোট ম্যাচ
এবারের আইপিএলে মোট ৬০টি ম্যাচ খেলা হয়। লিগ স্তরে ৫৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। নক আউট স্তরে হয় চারটি ম্যাচ। তাতে অন্তর্ভূক্ত দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল।

চ্যাম্পিয়ন এবং রানার্স
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএল ২০২০ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পরপর দুই বার খেতাব জিতেছে রোহিত শর্মার দল। মোট পাঁচ বার আইপিএল জিতল এমআই। অন্যদিকে প্রথমবার আইপিএলের ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালসকে এবার রানার্স হয়ে খুশি থাকতে হয়েছে।

সবচেয়ে বেশি রান
আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি রান এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে। টুর্নামেন্টে ১৪টি ম্যাচ খেলে ৬৭০ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। সামিল রয়েছে এক শতক ও পাঁচটি অর্ধশতরান।

সবচেয়ে বেশি উইকেট
আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ১৭ ম্যাচ খেলে ৩০টি উইকেট নিয়েছেন তিনি।

এক ম্যাচে সবচেয়ে বেশি রান
আইপিএল ২০২০-এর এক ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন কেএল রাহুল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লিগের ম্যাচে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক।

এক ম্যাচে সেরা বোলিং
আইপিএল ২০২০-এর এক ম্যাচে সেরা বোলিং করেছেন বরুণ চক্রবর্তী। কেকেআরের জার্সিতে চার ওভার বল করে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।

সবচেয়ে বেশি শতরান
আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি শতরান এসেছে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে টুর্নামেন্টে দুই বার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন গব্বর।

সবচেয়ে বেশি অর্ধশতরান
আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি অর্ধশতরান এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে পাঁচটি শতরান করেছেন কর্নাটকী।

সবচেয়ে বেশি ছক্কা ও চার
আইপিএল ২০২০-তে সবচেয়ে বেশি ৩০টি ছক্কা হাঁকিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ইশান কিষাণ। সবচেয়ে বেশি ৬৭টি চার এসেছে গব্বরের ব্যাট থেকে।

দ্রুততম সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি
আইপিএল ২০২০-তে সবচেয়ে দ্রুত অর্ধশতরান করেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। ১৭ বলে অর্ধশতরান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যান। আইপিএল ২০২০-তে ৪৫ বলে শতরান করেন মায়াঙ্ক আগরওয়াল।
গতবার লিগ শীর্ষে মরসুম শেষ বিপক্ষ কোচের, ইস্টবেঙ্গলের সামনে আজ কেন কঠিন চ্যালেঞ্জ জানুন