For Quick Alerts
For Daily Alerts
টার্গেট মমতা! কংগ্রেসমুক্ত ভারত ছেড়ে আঞ্চলিক দলমুক্ত রাজ্য গড়তে চায় বিজেপি
২০১৪-য় মোদী সরকারে ক্ষমতায় আসার পর বিজেপি কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছিল। তা গত ছ-বছরে কংগ্রেসকে বাগে পেয়েও তা সম্ভব হয়নি। এবার সেখান থেকে সরে এসে বিজেপি চাইছে আঞ্চলিক দলগুলিকে নির্মূল করতে। তার প্রথম টার্গেয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। সেই লক্ষ্যে মিশন ২০২১-এ বিজেপির পাখির চোখ এখন বাংলায়।
{photo-feature}

কলকাতাঃ রাহুল গান্ধী ও শুভেন্দুর বৈঠক নিয়ে জল্পনা, আশাবাদী প্রদেশ কংগ্রেস
সারদাকাণ্ডের তদন্তে তৎপরতা বাড়াল সিবিআই, প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতাকে জেরা