মুম্বই: ফের সূচক উঠে সেনসেক্স ও নিফটি নতুন উচ্চতায় দিন শেষ করল। যা আশঙ্কা করা হয়েছিল তার তুলনায় এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি সেপ্টেম্বর মাসের শেষ ত্রৈমাসিকে সংকোচন কম হওয়ার পর শেয়ারবাজারের এমন দশা দেখা গেল। তাছাড়া করোনা ভ্যাকসিন নিয়ে আশা জাগায় ইতিবাচক প্রভাব পড়েছে এ দেশের শেয়ারবাজারে। আর গোটা নভেম্বর মাসের বাজার উঠেছে ১১ শতাংশ। এদিন সেনসেক্স ৫০৫.৭২ পয়েন্টে উঠে অবস্থান করছে ৪৪,৬৫৫.৪৪ পয়েন্টে এবং নিফটি ১.০৮ শতাংশ উঠে দিনের শেষে অবস্থান করছে ১৩,১০৯.০৫ পয়েন্টে।

গত শুক্রবার প্রকাশিত তথ্য জানিয়েছিল ভারতের অর্থনীতি সেপ্টেম্বর ত্রৈমাসিক সংকোচন হয়েছে ৭.৫ শতাংশ যেখানে আশঙ্কা করা হচ্ছিল এই সংকোচন হবে ৮.৮ শতাংশ। তারপর এদিন বাজার খোলার পর এদিন শেয়ার বাজার খোলার প্রথম থেকেই বেশ চাঙ্গা ছিল।

তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস এদিন বেড়েছে ৩.৩ শতাংশ আর বেসরকারি ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের বৃদ্ধি হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বৃদ্ধি হয়েছে ১.৩ শতাংশ। সেনসেক্সে থাকা সান ফার্মা ইন্ডাসইন্ড ব্যাংক এবং টেক মহিন্দ্রা শেয়ারের দাম বেড়েছে ৪-৫ শতাংশ।

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু'দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I