বাংলায় করোনা আক্রান্ত বাড়ল টেস্টিং বাড়তেই, করোনাজয়ী বেড়ে সাড়ে চার লক্ষাধিক
বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফরে বাড়ল টেস্টিং বাড়ার সঙ্গে সঙ্গেই। মঙ্গলবার তাল মিলিয়ে বাড়ল করোনাজয়ীর সংখ্যা। করোনাজয়ীর সংখ্যা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে সাড়ে চার লক্ষ। বাংলায় করোনা ভাইরাসের সংক্রমণ পাঁচ লক্ষ ছুঁতে চলেছে। দৈনিক সুস্থের সংখ্যা সংক্রমণের থেকে বেশি এদিনও।


একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৩১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৪ লক্ষ ৮৩ হাজার ৪৮৪ জন। এদিন ৩৩১৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৬ হাজার ৭৯৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪৭৬। এদিন মৃত্যু হয়েছে ৫২ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪ লক্ষ ৮৬ হাজার ৭৯৯ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৪ হাজার ২২১ জন। এদিন ৭৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩৩৪০ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ৫৪ হাজার ১০২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৩.২৮ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫৯ লক্ষ ১৬ হাজার ১৭৪ জনের। ৯৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬৫৭৩৫। এদিন টেস্টিং হয়েছে ৪৩২৪১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.২৩ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১০৭৫৪০। এদিন ৮০৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১০১৬১৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। হাওড়াকে টপকে দক্ষিণ ২৪ পরগনা এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২০৯ জন বেড়ে হয়েছে ৩২০৯১। হাওড়ায় আক্রান্ত ৩১৩৭৬। এদিন আক্রান্ত হয়েছেন ১৭১ জন। হুগলিতে ১১৮ জন বেড়ে আক্রান্ত ২৫১৯৪ জন।