কলকাতা ও মেদিনীপুর: আইনি জটিলতা কাটিয়ে সুপ্রিম কোর্টের ছাড়পত্র নিয়েই পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবেশ করতে চলেছেন প্রাক্তন বাম মন্ত্রী ও দাপুটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ। বিধানসভা নির্বাচনের আগেই তাঁর প্রত্যাবর্তন ঘিরে জেলা বাম মহল উজ্জীবিত। গত লোকসভা ভোটে রাজ্য থেকে মুছে যাওয়া সিপিআইএম কর্মীদের পোস্টারে ছেয়ে যাচ্ছে জঙ্গলমহল এলাকার বিভিন্ন বিধানসভা কেন্দ্র।

সুশান্ত বাবুর বিরুদ্ধে কংকাল কান্ডের কোনও অভিযোগ প্রমাণ হয়নি। এই প্রসঙ্গে সিপিআইএম নেতার দাবি, আগামী ৬ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে জনসভায় সরকারের মুখোশ খুলব। ৫ তারিখ পর্যন্ত আইনি ঘেরাটোপে থাকায় এই কয়েকদিন প্রসঙ্গটি নিয়ে নীরব থাকবেন বলে জানিয়েছেন।

কলকাতায় দলীয় রাজ্য দফতর মুজফ্ফর আহমেদ ভবনে রাজ্য নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন সুশান্ত ঘোষ। তাঁর উপর থেকে সাময়িক সাসপেনশন তুলে নিয়েছে সিপিআইএম। সুশান্তবাবুকে পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি সুশান্ত ঘোষের প্রত্যাবর্তন ঘিরে চন্দ্রকোনা রোডে বিরাট জমায়েতের প্রস্তুতি নিয়েছে। আগামী ৬ ডিসেম্বর সেখানেই জনসভা করবেন তিনি। তারপর যাবেন গড়বেতা। সুশান্ত ঘোষের ফেরার সংবাদে পশ্চিম মেদিনীপুরের সব বিধানসভা এলাকায় পড়ছে পোস্টার। এতে লেখা আছে ‘Tiger Is Back’, তবে কোনও পোস্টারেই সরাসরি সিপিআইএম দলের নাম নেই। সূত্রের খবর, আইনি জটিলতা এড়াতেই খোদ সুশান্ত ঘোষ এমন নির্দেশ দিয়েছেন।

সিপিআইএম সূত্রে আরও জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের সবকটি সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন বিধানসভার দায়িত্ব পেয়েছেন সুশান্তবাবু।

বাম জমানায় মন্ত্রী থাকার সময় পশ্চিম মেদিনীপুরের নেতাই’তে গণহত্যার ঘটনা ঘটে। এতে নাম জড়ালেও বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার অভিযোগ প্রমাণ করতে পারেনি। একইভাবে বেনাচাপড়া কংকাল কাণ্ডে নাম জড়ায় সুশান্তবাবুর। এতেও অভিযোগ প্রমাণ হয়নি। কলকাতার সুশান্ত ঘোষ জানান, রাজ্য সরকার পতনের মুখে। আমি জেলায় প্রবেশ করে এদের দুর্নীতির মুখোশ খুলব।

বাম সরকার পতনের পর গ্রেফতার হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের মন্ত্রী। পরে সুশান্তবাবু তাঁর আত্মজীবনীমূলক বই ‘বামফ্রন্ট জমানার শেষ দশ বছর’ – তে বুদ্ধবাবুর প্রশাসনিক দূর্বলতা নিয়ে লিখেছেন। এর ফলে দলের ভিতরেই তাঁকে সমালোচিত হতে হয়। বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্নীতির পর্দা ফাঁস করবেন বলেও জানিয়েছেন সুশান্ত ঘোষ।

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু'দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I