মুম্বইয়ের বিরুদ্ধে মহারণে নামার আগে মাঠের বাইরের লড়াই জিতলেন ফাওলার
ডার্বি ম্যাচ দিয়ে আইএসএলে অভিষেকটা সুখকর হয়নি। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হার দিয়ে ভারতীয় ফুটবলে যাত্রা শুরু এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলারের। প্রথম ম্যাচের এই হারের পর আজ লিগের দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড।

মাঠের বাইরের লড়াইয়ে জয় ফাওলারের
আইএসএলে এসসি ইস্টবেঙ্গলে কোচিং করাতে আসার আগে, এ লিগে ব্রিসবেন রোয়ার ক্লাবটির কোচ ছিলেন রবি ফাওলার। কোভিড সংকটে বন্ধ হয়ে গিয়েছিল এ লিগ। ফলে রবি ফাওলার ও তাঁর সহকর্মী টনি গ্রান্ট মার্চে ইংল্যান্ডে ফিরে আসেন। এরপর গত জুনে ক্লাবের তরফ থেকে জানানো হয়েছিল, পারস্পরিক আলোচনার মাধ্যমেই ফাওলার ক্লাব ছেড়ে ফিরে গিয়েছেন ইংল্যান্ডে।

ফিফায় হাজির ফাওলার
ক্লাবের পক্ষ থেকে এই বিবৃতিতেই অসন্তুষ্ট ফাওলার। অগস্টে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে অস্ট্রেলিয়ার ক্লাবের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। সম্পূর্ণ অন্যায় ভাবে ব্রিসবেন যে তাঁর সঙ্গে চুক্তি ভেঙেছে, বলে ফাওলার তাঁর অভিযোগে স্পষ্ট করে দেন।

কী সিদ্ধান্ত হল
এরপরই ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সব দিক খতিয়ে দেখে ব্রিসবেন ব্রিসবেন রোয়ারকেই ক্ষতিপূরণ দিতে হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে। ফলে এ লিগের ক্লাবের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাবেন ফাওলার।

ক্ষতিপূরণের অর্থে কী করবেন
ক্লাবের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাবেন ফাওলার, তা সেখানকার শিশুদের সাহায্যার্থে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে এসসি ইস্টবেঙ্গলের বস জানিয়েছেন, ' অর্থের প্রত্যাশী আমি নই। আমার সম্মানহানি যেন না হয়, সেটা দেখাই আমার উদ্দেশ্য ছিল। সবাইকে আসল সত্যিটা জানাতে পেরেছি যে আমি ক্লাব ছেড়ে চলে যাইনি। কারণ সেই সময়ে ক্লাব বেশ ভাল খেলছিল' প্রসঙ্গত এ লিগ বন্ধের আগে ফাওলারের কোচিংয়ে ব্রিসবেন রোয়ার চতুর্থ স্থানে উঠে এসেছিল।