খেলার মাঠে মারাদোনাকে খুঁজলেন মেয়ে, চোখের কোন ভিজল কান্নায়
মারাদোনার প্রয়াণে ফুটবল বিশ্বে গভীর শূন্যতা। বুধবার রাতে, হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো মারাদোনা। মৃত্যুর ছয় দিন পরও মারাদোনাহীন ফুটবলবিশ্ব, মেনে নিতে পারছে না গোটা দুনিয়া। দিয়েগোকে স্মরণ করে গোল উৎসর্গ করেছেন মেসি। দিয়েগোর প্রাক্তন ক্লাব নাপোলির ফুটবলারদের 'মারাদোনা ১০' লেখা জার্সি পরে মাঠে নেমে কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে।

কিংবদন্তিকে মারাদোনাকে শ্রদ্ধাজ্ঞাপন
এবার কিংবদন্তিতে শ্রদ্ধা জানাল বোকা জুনিয়র্স দল। শেষ বয়সে এই ক্লাবে দীর্ঘ ২ বছর খেলেছিলেন দিয়েগো। ৩০ ম্যাচে খেলে বোকা জুনিয়র্সের হয়ে তাঁর ৭টি গোল রয়েছে। এই ক্লাবেই খেলেই মারাদোনা বুটজোড়া তুলে রাখেন।

মারাদোনার মৃত্যুতে পিছিয়ে যায় ম্যাচ
গত বুধবারই লাতিন আমেরিকার কোপা লিবার্তোদোরেসে টুর্নামেন্টে ব্রাজিলের ক্লাব ইন্তারনাসিওনালের বিপক্ষে বোকা জুনিয়র্সের ম্যাচ ছিল। বুধবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারাদোনা প্রয়াত হন। এরপরই সেই ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছিল।

দিয়েগোর মৃত্যুর পর মাঠে ফিরল বোকা জুনিয়র্স
কিংবদন্তির মৃত্যুর শোক কাটিয়ে ওঠার পর মাঠে ফিরল বোকা। সোমবার তারা নিউওয়েল ওল্ড বয়েসের বিরুদ্ধে ২-০ ম্যাচ জেতে। বোকার লা বোমবোনেরা স্টেডিয়ামের গ্যালারিতে মারাদোনার জন্য আলাদা ভিআইপি বক্স রয়েছে। ফুটবল ছাড়ার পর মারাদোনা এই ভিআইপি বক্সে বসেই খেলা দেখতেন।

খেলার মাঠে মারাদোনাকে খুঁজলেন মেয়ে
সোমবার বোকা জুনিয়র্সের মাঠে ফেরার দিনে ভিআইপিএ বক্সে বসে বাবার মৃত্যুর শোক ভুলে স্বামীকে পাশে নিয়ে খেলা দেখলেন মারাদোনা কন্যা দালমা। বোকার ফুটবলাররা গোল করার পর, দিয়েগোর মেয়ের দিকে তাকিয়ে মারাদোনাকে শ্রদ্ধা জানান। তাতেই দিয়েগো কন্যার চোখের জল বাঁধ মানেনি।
ছবি সৌজন্যে বোকা জুনিয়র্সের টুইটার
নিউজিল্যান্ড সফররত পাকিস্তানের করোনা আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা বেড়ে ১০