নিউজিল্যান্ড সফররত পাকিস্তানের করোনা আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা বেড়ে ১০
করোনা ভাইরাসের দাপটে কাঁপছে ক্রিকেট। জেরবার পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফরে গিয়ে দলের আরও তিন ক্রিকেটারের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। সবমিলিয়ে সফরকারী দলের মোট ১০ জন সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই অবস্থায় দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।

১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। ওই দিন দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। ২০ এবং ২২ ডিসেম্বর পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টেস্ট ম্যাচ খেলার কথা পাকিস্তান ক্রিকেট দলের। ৩ জানুযারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে কিউয়িদের দেশে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা মহম্মদ হাফিজদের।
গত মঙ্গলবার নিউজিল্যান্ডে পৌঁছে যায় পাকিস্তান ক্রিকেট দল। তাদের ক্রাইস্টচার্চের একটি হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়। নিয়ম অনুযায়ী দলের প্রতি ক্রিকেটারের কোভিড ১৯ টেস্ট করা হয়। প্রথমে ৬ জন পাকিস্তানি ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের আলাদা হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। গত শনিবার আরও এক পাকিস্তানি ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সম্প্রতি দলের আরও তিন ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে বলে জানানো হয়েছে।
চিকিৎসকদের তত্ত্বাবধানে করোনা আক্রান্ত পাকিস্তানি ক্রিকেটারদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। দুই দলের ক্রিকেটারদের কঠোরভাবে স্বাস্থ্য এবং সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ড প্রশাসন। সফর আদৌ শুরু করা যাবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড প্রশাসন।
এর আগে ইংল্যান্ড সফরের প্রাক্কালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তান দলের বহু ক্রিকেটার। ফলে একের পর এক এ ধরনের ঘটনায় চিন্তা বাড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
ওয়ান ডে-তে বিরাট মাইলফলকের থেকে মাত্র ২৩ রান দূরে কোহলি