অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ রক্ষার ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের কোন সম্ভাবনা
সিডনিতে টানা দুই ম্যাচ হেরে ডনের দেশে সফর শুরুতেই ওডিআই সিরিজ হাতছাড়া করেছে ভারত। অজিদের বিরুদ্ধে সামনে এবার হোয়াইটওয়াশ রক্ষার লড়াই। বুধবার সেই লক্ষ্যে ক্যানবেরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে ফিঞ্চ অ্যান্ড কোম্পানির মুখোমুখি মেন ইন ব্লু। হোয়াইটওয়াশ বাঁচানোর ম্যাচে ভারতীয় দলে কী কী পরিবর্তন হতে পারে জেনে নেওয়া যাক।

ভারতের হতশ্রী বোলিং
সিডনিতে সিরিজের প্রথম দুই ম্যাচেই হতশ্রী বোলিংয়ের কারণে ভারত ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচে ৩৭৪ রান খরচের পর দ্বিতীয় ম্যাচে ৩৮৯ রান খরচ ভারতের। পাহাড় প্রমাণ এই রান খরচের কারণেই চাপ তৈরি হয়েছে। ব্যাটিংয়ে ভারত ভালো করলেও শেষ পর্যন্ত বোলিং ব্যর্থতাতেই সিরিজে হার বিরাট অ্যান্ড কোম্পানির।

চূড়ান্ত ব্যর্থ বুমরাহ
মরুশহরের আইপিএল অভিযানে মুম্বইয়ের হয়ে টি-২০ ফর্ম্যাটে দুর্দান্ত বোলিং করে দেশের জার্সি গায়ে চাপানোর পর কোথায় যেন হারিয়ে গেলেন বুমরাহ। ডনের দেশে দুই ওয়ান ডে'তে যথাক্রমে ৭৩ ও ৭৯ রান খরচ করে একটি করে উইকেট পেয়েছেন। যা একেবারেই বুমরাহ সুলভ নয়।

ব্যর্থ চাহাল
চাহালের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আইপিএলে দারুণ খেললেও পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ফিরে ভরসা দিতে পাচ্ছেন না। সিডনিতে দুই ম্যাচে চাহালের খরচ ৮৯ ও ৭১। সংগ্রহ মাত্র ১টি উইকেট।

পরিবর্তে কারা দলে ঢুকতে পারেন
বুমরাহ-চাহালের মতো নভদীপ সাইনিও চূড়ান্ত ব্যর্থ। দুই ম্যাচে তাঁর খরচ মাত্র ৮৩ ও ৭০ রান। সংগ্রহ মাত্র ১ উইকেট। সেক্ষেত্রে সাইনির পরিবর্তে শার্দুল ঠাকুরকে খেলাতে পারে ভারত। অন্যদিকে বুমরাহ খারাপ খেললেও এখনও তাঁর উপর ভরসায় জায়গা থেকে সরে আসবে না ম্যানেজমেন্ট। চাহালের পরিবর্তে খেলতে পারেন কুলদীপ যাদব।