এবার করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্ব চ্যাম্পিয়ন রেসার, জেনে নিন নাম
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন রেসার লুইস হ্যামিল্টন। ফলে সপ্তাহান্তে বাহারিনের সাখির গ্রাঁ পিক্সে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে ফর্মুলা ওয়ানের গভর্নিং বডি এফআইএ। জানানো হয়েছে যে লুইসকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে।

সোমবার সকালে ঘুম থেকে উঠে শরীরে মৃদু অস্বস্তি অনুভব করেন লুইস হ্যামিল্টন। সঙ্গে সঙ্গে তিনি নিজের কোভিড ১৯ টেস্ট করান। সেই টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। নিঃসন্দেহ হতে আরও একবার নিজের করোনা পরীক্ষা করান বিশ্ব চ্যাম্পিয়ন রেসার। সেই রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। বাহারিন সরকারর স্বাস্থ্য এবং সুরক্ষা বিধি মেনে কোয়ারন্টাইন পর্ব পালন করছেন লুইস।
বিশ্ব চ্যাম্পিয়ন রেসারের দল যাঁরা অন্তর্ভূক্ত রয়েছন, তাঁদেরও তিন বার করে কোভিড ১৯ টেস্ট করা হয়েছে। সব রিপোর্টই নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে চলা সব রেসারের কোভিড ১৯ টেস্ট করা হয়েছে বলে খবর। বিশ্বের তৃতীয় রেসার হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লুইস হ্যামিল্টন। তাঁর আগে সার্জিও পেরেজ বং লেন্স স্ট্রোল করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর।