• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দিলীপের 'খোকাবাবু'র পর এবার 'বুড়ো খোকা' মন্তব্য! তৃণমূলের প্রতি বিজেপি রাজ্য সভাপতির শ্লেষবাণ অব্যাহত

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'খোকাবাবু' বলার পরই বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূলের তরফে আক্রমণ শানান সৌগত রায় থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। এরপর পাল্টা সংহার রূপ নিয়ে এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলের দুই বর্ষীয়ান নেতার বিরুদ্ধে পারদ চড়িয়েছেন দিলীপ ঘোষ।

'দল ছেড়ে সবাই চলে যাচ্ছে..'

'দল ছেড়ে সবাই চলে যাচ্ছে..'

এদিন শুভেন্দু ইস্যুত প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ চেনা মেজাজে তৃণমূলকে বিঁধে বলেন, 'সবাই দল ছেড়ে চলে যাচ্ছে। এক মাসের মধ্যে তৃণমূল শেষ হয়ে যাবে। এখন আর পরিস্থিতি সামলানোর বৈঠক করে লাভ নেই।' প্রসঙ্গত , ঘাসফুল ক্যাম্প সূত্রের খবর, শুভেন্দু ও মিহির পরবর্তী সময়ে তৃণমূল রণনীতি নিয়ে আরও বিচার বিশ্লেষণ শুরু করে দিয়েছে।

'নেতাদের পদত্যাগ করা উচিত'

'নেতাদের পদত্যাগ করা উচিত'

দিলীপ ঘোষ এদিন তৃণমূলের ভাঙ্গন প্রসঙ্গে বলেন, 'যে দলের কর্মীদের নেতৃত্বের উপর ভরসা নেই, সেই দলের নেতাদের পদত্যাগ করা উচিত।' মূলত, শুভেন্দুর ঘাসফুল মন্ত্রিসভা ছাড়া, মিহির গোস্বামীর বিজেপিতে যোগদান, এছাড়াও মদন মিত্রের সাম্প্রতিক প্রবল কূটনৈতিক তোপ ঘিরে তৃণমূলের অন্দরের ভাঙন ধীরে ধীরে স্পষ্ট হয়েছে।

'খোকা বাবু'র পর 'বুড়ো খোকা' মন্তব্য

'খোকা বাবু'র পর 'বুড়ো খোকা' মন্তব্য

খোকাবাবু বলে গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেটে রেখে তৃণমূলের ভাঙন প্রসঙ্গ উস্কে দেন দিলীপ ঘোষ। এদিন তৃণমূলের বর্ষীয়ান নেতাদের টার্গেটে নিয়ে বিজেপির রাজ্যসভাপতি বলেন, ' তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের মতো বুড়ো খোকাকে বাক্স থেকে বের করছে । ওটা বুড়োদের পার্টি হয়ে গেছে। '

'যাঁদের কোথাও যাওয়ার জায়গা নেই তাঁরা তৃণমূলে'

'যাঁদের কোথাও যাওয়ার জায়গা নেই তাঁরা তৃণমূলে'

এদিন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বলেন, যাঁদের কোথাও যাওয়ার জায়গা নেই তাঁরা একমাক্র তৃণমূলে পড়ে থাকবেন। এর আগে বিজেপির সাংসদের খোঁচা 'সবে সাবই মুখ খুলতে আরম্ভ করেছেন।' তাঁর ইঙ্গিত স্পষ্ট যে, যে ঘটনা রাজ্য রাজনীতিতে ঘাসফুল শিবির দেখছে , তা সবেমাত্র ট্রেলার! এমনই ধারণা রাজনৈতিক মহলের ।

চাকরি দেবেন বলে টাকা তুলেছেন, যোগাযোগ কয়লা মাফিয়াদের সঙ্গে! নাম করে অভিষেককে চ্যালেঞ্জ সৌমিত্র খানের

English summary
Dilip Ghosh targets Sougata after BJP's Khokababu comment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X