লজ্জাজনক রেকর্ড গড়ার মুখে বিরাট কোহলি, কী বলছে পরিসংখ্যান
বুধবার ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রলিয়ার বিরুদ্ধে তাদেরই মাঠ তিন ম্যাচের সিরিজের শেষ মোকাবিলা খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। হোম টিম ইতিমধ্যে সিরিজ জিতে গেলেও শেষ ম্যাচ জিতে মুখরক্ষা করতে মরিয়া টিম ইন্ডিয়া। তার উল্টোটা হল লজ্জাজনক রেকর্ড গড়বেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

টানা ছয় ম্যাচে হার
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ হেরে গেলে লজ্জাজনক অধ্যায় রচনা করবে টিম ইন্ডিয়া। টানা ৬টি ওয়ান ডে ম্যাচ হারবে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

টপকে যাবেন ত্রয়ীকে
আপাতত টানা পাঁচটি ওয়ান ড ম্যাচ হেরে বসে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১৯৮৯ সালে দিলীপ বেঙ্গসরকার, ১৯৮৮ সালে রবি শাস্ত্রী এবং ২০১৫-১৬ মরসুমে এমএস ধোনির ভারত পরপর সমপরিমাণ ওয়ান ম্যাচ হেরেছিল। মানুকা ওভালে অস্ট্রলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ হেরে গেলে ত্রয়ীকে টপকে যাবেন বিরাট কোহলি।

সামনে গাভাসকর
১৯৮১ সালে সুনীল গাভাসকরের নেতৃত্বে টানা সাতটি ওয়ান ডে ম্যাচ হেরেছিল ভারতীয় ক্রিকেট দল। মানুকা ওভালে অস্ট্রলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ হেরে গেলে কিংবদন্তির কাছাকাছি পৌঁছে যাবেন রান মেশিন।

পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশ
চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ হেরে গেলে পরপর দুটি ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যবধানে হারবে ভারত।
বিষের বছর ২০২০: একনজরে কোভিড বর্ষে এবছর ক্রিকেটে কোন কোন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে হল