পেট্রোলের দাম লিটার প্রতি ৯০ টাকা পার! দেশের কিছু এলাকায় জ্বালানির ছ্যাঁকা একনজরে
করোনার অতিমারী থেকে লকডাউন ,স্তব্ধ রাস্তাঘাট , সবমিলিয়ে ২০২০ সাল এক বিধ্বংসী বিপর্যয়ের মুখে পড়ে। শুধু স্বাস্থ্য় খাত নয়, বরং অর্থনীতিতেও ব্যাপকভাবে প্রভাব ফেলে করোনা। এর মাঝে পেট্রোলের দামের রেকর্ড পতন থেকে রেকর্ড বৃদ্ধিও চোখে পড়ে। এমন এক পরিস্থিতিতে ২০২০ সালের শেষ লগ্নে দাঁড়িয়ে পেট্রোলের দাম কোথায় দাঁড়াল দেখা যাক।

১০ দিনে বাড়ল পেট্রোলের দাম ১০ দিনে বাড়ল পেট্রোলের দাম
গত ১০ দিনে পেট্রোলের দাম যেভাবে বেড়েছে, তাতে প্রতি লিটারে ৯০ টাকা পার করেছে এর দর। এমন দর বহু রাজ্যেই দেখা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যভিত্তিক শুল্কের জন্যই এই দামের তারতম্য দেখা গিয়েছে। তবে দেশে এমনও কিছু শহর রয়েছে যেখানে পেট্রোলের দাম ৮০ টাকা প্রতি লিটারের নিচে রয়েছে।

পেট্রোলের দাম ৯০ টাকা পার কোথায়?
পেট্রোলের দাম ৯০ টাকা প্রতি লিটারে পার করে গিয়েছে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায়। মধ্যপ্রদেশের ভোপালে ও মহারাষ্ট্রের অউরাঙ্গাবাদে পেট্রোল ৯০ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে।

কেন বাড়ল পেট্রোলের দাম!
মধ্যপ্রদেশের ভোপালে ৩০ নভেম্বর পেট্রোলের দাম ছিল ৯০.০৫ টাকা প্রতি লিটারে। পেট্রোল পাম্পের মালিকদের দাবি, লকডাউন কমতেই প্রবল চাহিদার জেরে হু হু করে বেড়েছে সেখানের পেট্রোলের দাম। অন্যদিকে মহারাষ্ট্রের অউরাঙ্গাবাদে পেট্রোলের দাম লিটার প্রতি ৯০. ২৫ টাকা হিসাবে বিক্রি হয়েছে ৩০ নভেম্বর।

সবচেয়ে কম পেট্রোলের দাম এখন কোথায়?
দেশের মধ্যে পেট্রোলের দাম সবচেয়ে চণ্ডিগড়ে। সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৯. ২৮ টাকা. এরপরই রয়েছে গুজরাতের ভদোদরা। ভদোদরায় ৭৯.৪২ টাকা হচ্ছে লিটার প্রতি পেট্রোলের দাম। সুরতে পেট্রোলের দাম ৭৯. ৭৬ টাকা রয়েছে। আহমেদাবাদ পেট্রোলের দাম ৭৯. ৭৭ টাকা রয়েছে।