কলকাতা: কামারহাটির মানুষকে আমায় কেমন করে পেতে হবে তা পিকে আমাকে শেখাবে৷ এটা ভুল৷ আমি খুব কনফিউজড, প্যাক আপটা খুব জরুরি৷ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা মদন মিত্র৷

এছাড়া তিনি নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, তৃণমূলে এখন মেক আপ তোলার পালা৷ তৃণমূলের সবাই ড্রেসিংরুমে, মেকআপ তুলছে৷ মদন মিত্রের বক্তব্যে উঠে এসেছে ক্যাপসুল লিফটের প্রসঙ্গ৷ বলেন,আমাদের বাড়িতে ক্যাপসুল লিফটও নেই ৷

কথায় কথায় কলকাতা মালদা, কলকাতা মুর্শিদাবাদ করি না৷ চপারে চড়ারও ভাগ্য নেই৷ তারপরও আমরা আছি৷ তৃণমূল ভবনে বসি তিনদিন৷ সকাল থেকে তৃণমূলের মিছিল করছি৷ আমিও সম্পদ ,আমিও তৃণমূলে আছি৷ আর যারা তৃণমূলে নেই ,তৃণমূলের বিরুদ্ধে বলছে, চ্যালেঞ্জ করছেন, তারাও তৃমমুলের সম্পদ৷

এক শ্রেণীর রাজনৈতিক মহলের মতে শুভেন্দু অধিকারীর পথেই কি হাটছেন মদন মিত্র৷ শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, শুভেন্দু আমার ভাইয়ের মত৷ ফলে এক সময়ে তৃণমূলের এই মন্ত্রীকে নিয়ে বাড়ছে জল্পনা৷ যদিও মদন মিত্র কয়েক ঘন্টা আগে তার ফেজবুক পেইজে ফের বলেন, আছি, থাকবো৷ বিপদগ্রস্ত মানুষদের বনে জঙ্গলে ফেলে যারা পালিয়ে যায় তারা অন্যলোক৷

অন্যদিকে তৃণমূলের একের পর এক বিধায়ক যখন প্রশান্ত কিশোর সম্পর্কে অসন্তোষ উগড়ে দিচ্ছেন, তখন এ প্রসঙ্গে মদল মিত্রও তার ক্ষোভ উগড়ে দিলেন৷ যদিও জল্পনা রয়েই গেল, ভবিষ্যতে সিটিজেন মদন দল ত্যাগ করবেন নাতো!

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু'দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I