ফের কোভিড-শিল্ডে দেখা দিচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, স্বেচ্ছাসেবীর বয়ানে চাঞ্চল্যকর তথ্য
অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিনকে ভারতে কোভিড-শিল্ড নাম দেওয়া হয়েছে। সেই করোনা ভ্যাকসিন এক কথায় জোর করে প্রয়োগের অভিযোগ করেছেন এক স্বেচ্ছাসেবী। তিনি অসুস্থ রয়েছেন জানাল পরেও চিকিৎসকরা তাঁর পরিবারের নিষেধ শোনেনি বলে অভিযোগ করেছেন সেই স্বেচ্ছাসেবী। তাঁর একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে স্বেচ্ছাসেবীর শরীরে।

এর আগেও অক্সফোর্ডের ট্রায়াল বন্ধ করা হয়েছিল। লন্ডনে এক স্বেচ্ছাসেবী ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই বন্ধ রাখা হয়েছিল ক্লিনিকাল ট্রায়াল। এমনকী দেশেও ড্রাগ কন্ট্রোলারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিলেন অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল। তার বেশ কিছুদিন পর ফের অনুমতি দেওয়া হয়।
যদিও পার্শ্বপ্রতিক্রিয়া ফের দেখা গিয়েছে স্বেচ্ছাসেবীর। তারপরেও ক্লিনিকাল ট্রায়াল চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে টেলিফোনে এমনই অভিযোগ জানিয়েছেন চেন্নাইয়ের ওই স্বেচ্ছাসেবী। তিনি অনুরোধ করেছেন এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিকিৎসকর ও গবেষকদের আরও বেশি করে সচেতন হওয়া উচিত। তাঁর স্ত্রী চিকিৎসকদের অনুরোধও জানিয়েছিলেন ক্লিনিকাল ট্রায়াল বন্ধ করার জন্য। কিন্তু তা শোনেনি চিকিৎসকরা। তাঁরা ট্রায়াল চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।