ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ান ডে, যে যে ক্রিকেটারের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি
তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-০ ফলে ইতিমধ্যেই জিতে গিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ জিতলেও ভারতের কাছে তা নিয়মরক্ষা করা হবে। তবু দুই মধ্যে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মানুকা ওভালে দুই দলের কোন কোন ক্রিকেটারের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে, তা দেখে নেওয়া যাক।

জসপ্রীত বুমরাহ বনাম ডেভিড ওয়ার্নার
ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে তৃতীয় ওয়ান ডে জিততে হলে অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নারকে ফের ব্যাট হাতে ভাল কিছু করতেই হবে। তাঁর রাস্তায় কাঁটা হতে পারেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। চলতি সিরিজে দুই ম্যাচ খেলে ১৫১ রান করেছেন ওয়ার্নার। ২ উইকেট নিয়েছেন বুমরাহ।

মহম্মদ শামি বনাম অ্যারন ফিঞ্চ
অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তৃতীয় ওয়ান ডে মোকাবিলায় তাঁকে আটকাতে ভারতের বাজি হতে পারেন ফাস্ট বোলার মহম্মদ শামি। চলতি সিরিজে দুই ম্যাচ খেলে ১৭৪ রান করেছেন ফিঞ্চ। ৪ উইকেট নিয়েছেন শামি।

বিরাট কোহলি বনাম অ্যাডাম জাম্পা
টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়ান ডে-তে প্রায় ১২ হাজার করে ফেলা অধিনায়ক বিরাট কোহলি তৃতীয় ওয়ান ডে-তেও নীল জার্সিধারীদের প্রধান গেম চেঞ্জার। তাঁকে আটকাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার লেগ স্পিন কার্যকরী হতে পরে। সিরিজে এখনওপর্যন্ত ১১০ রান করেছেন বিরাট। ৬ উইকেট নিয়েছেন জাম্পা।

শিখর ধাওয়ান বনাম মিচেল স্টার্ক
সীমিত ওভারের ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার সবচেয়ে উপযোগী বোলার মিচেল স্টার্কের সঙ্গে টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ানের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই বিশ্বাস ক্রিকেট প্রেমীদের।
রোহিত বনাম বিরাট, কে সেরা অধিনায়ক? ডনের দেশে সিরিজ হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে উঠছে প্রশ্ন