মুম্বই প্রথম একাদশ: অমরিন্দর সিং (গোলরক্ষক), মোর্তাদা ফল, হার্নান সান্তানা, মহম্মদ রাকিপ, মন্দার রাও দেশাই, রাওলিন বোর্জেস, আহমেদ জাহৌ, হুগো বোউমাস, বিপিন সিং, ভিগনেশ দক্ষিণামূর্তি, অ্যাডাম লে ফন্ড্রে।
ইস্টবেঙ্গল প্রথম একাদশ: দেবজিত মজুমদার (গোলরক্ষক), ড্যানি ফক্স, স্কট নেভিল, মহম্মদ ইরশাদ, নারায়ণ দাস, মাত্তি স্টেইনম্যান, আঙ্গৌসানা, অ্যান্থনি পিলকিংটন, সুরচন্দ্র সিং, জ্যাক ম্যাঘোমা, বলবন্ত সিং।
কিক অফ করে শুরু হল খেলা
৬’ চোট পেয়ে মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্স
৭’ পরিবর্ত হিসেবে মাঠে এলেন মহম্মদ রফিক
৯’ হুগো বোউমাসের শট শরীর শূন্যে ছুঁড়ে রক্ষা ইস্টবেঙ্গল গোলরক্ষক দেবজিতের
১০’ নারায়ণ দাসকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন মুম্বইয়ের মহম্মদ রাকিপ
১৩’ ম্যাচের প্রথম কর্নার ইস্টবেঙ্গলের
১৮’ রফিকের শট দুরন্ত সেভ মুম্বই গোলরক্ষক অমরিন্দরের। দ্বিতীয় কর্নার ইস্টবেঙ্গলের
২০’ গোওওওল… ইস্টবেঙ্গলের কর্নার প্রতিহত করে প্রতি-আক্রমণ থেকে গোল তুলে নিল মুম্বই সিটি এফসি। অ্যাডাম লে ফন্ড্রে গোল করে এগিয়ে দিলেন আইল্যান্ডারদের
৩৫’ বলবন্তকে ফাউল করায় বক্সের বাইরে ফ্রি-কিক ইস্টবেঙ্গলের। হলুদ কার্ড দেখলেন রাওলিন বোর্জেস
৩৬’ ফ্রি-কিক থেকে পিলকিংটনের শট বার উঁচিয়ে মাঠের বাইরে
৪০’ ম্যাচে প্রথম কর্নার পেল মুম্বই সিটি এফসি
৪৪’ ম্যাঘোমাকে বিশ্রি ট্যাকল ফলের। ফ্রি-কিক ইস্টবেঙ্গলের অনুকূলে। হলুদ কার্ড দেখানো হল মোর্তাদা ফলকে
প্রথমার্ধের শেষে ০-১ গোলে পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল
কিক-অফ করে দ্বিতীয়ার্ধের খেলা শুরু
৪৮’ গোওওওল… দ্বিতীয়ার্ধেই শুরুতেই পেনাল্টি থেকে ফের গোল ফন্ড্রের। ২-০ গোলে এগিয়ে গেল মুম্বই সিটি এফসি। বল ধরে আগুয়ান হুগো বোউমাসকে দেবজিত অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় মুম্বই
৫২’ হলুদ কার্ড দেখলেন মুম্বইয়ের আহমেদ জাহৌ
৫৭’ ফন্ড্রেকে জঘন্য ফাউল করে হলুদ কার্ড দেখলেন আঙ্গৌসানা
৫৮’ গোওওওল… হার্নান সান্তানার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল মুম্বই
৬১’ প্রথম পরিবর্তন মুম্বইয়ের। ভিগনেশের পরিবর্তে মাঠে নামলেন প্রাঞ্জল ভুমিজ
৬২’ হলুদ কার্ড দেখলেন আরও এক মুম্বই ফুটবলার। রফিককে ফাউল করে হলুদ কার্ড দেখলেন মন্দার রাও দেশাই
৬৭’ বলবন্তকে তুলে জেজেকে মাঠে নামানেল রবি ফাওলার
৭০’ লে ফন্ড্রের পরিবর্তে মাঠে নামলেন ওগবেচে