কলকাতা: দিল্লিতে কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবার আজ থেকে রাজ্যজুড়ে আন্দোলন শুরু। সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির সোমবার তাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এর ফলে জেলায় জেলায় প্রচার সভায় রাস্তা অবরোধ হওয়ার পাশাপাশি কলকাতায় রাজভবন অভিযান রয়েছে। তাছাড়া এ রাজ্যের কৃষকদের একটি প্রতিনিধি দল দিল্লিতে রওনা হচ্ছে।

ইতিমধ্যে কৃষকদের আন্দোলনে অবরুদ্ধ হয়েছে দিল্লি। তারই প্রেক্ষিতে সারা ভারত কৃষক সংগঠন সমন্বয় কমিটি পশ্চিমবঙ্গ শাখার আহ্বায়ক অমল হালদার এবং সম্পাদক কার্তিক পাল যৌথ বিবৃতিতে জানিয়েছেন, দিল্লির কৃষক আন্দোলনের অন্যতম শরিক হিসেবে এই রাজ্যে কেন্দ্রীয় আইনের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরতে ১ এবং ২ ডিসেম্বর বিভিন্ন জেলায় প্রচার সভা, মোদীর কুশপুতুল দাহ, আইনের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ ইত্যাদি কর্মসূচি পালন করা হবে। ৩,৪ এবং ৫ ডিসেম্বর বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সড়কপথ অবরোধ করা হবে।

এছাড়া ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, নয়াকৃষি আইন ও বিদ্যুৎ আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের রাজভবন অভিযান সংগঠিত করা হবে। তাছাড়া আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে কৃষকদের প্রতিনিধিদল ওই আন্দোলনে অংশ নিতে দিল্লি রওনা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দাবি তোলা হয়েছে, এ রাজ্যের বিধানসভা অবিলম্বে কেন্দ্রীয় কৃষি আইন এর বিরুদ্ধে প্রস্তাব আনার এবং কৃষক সার্থবাহী আইন করার দাবি তুলেছেন।

দেশে এবং বিদেশের একাধিক সংবাদমাধ্যমে টানা দু'দশক ধরে কাজ করেছেন । বাংলাদেশ থেকে মুখোমুখি নবনীতা চৌধুরী I