শুভেন্দু তৃণমূলেই থাকছেন! অভিষেক-পিকের সঙ্গে বৈঠকের পর বার্তা সৌগত-শিশিরেরও
শুভেন্দু অধিকারী তৃণমূলেই থাকছেন। বৈঠক শেষে দাবি করেছেন সৌগত রায়। শিশির অধিকারীও দাবি করেছেন খুব ভালো খবর, দলের পক্ষে মঙ্গল। শেষপর্যন্ত দাবিমতো শুভেন্দুকে আলোচনার টেবিলে বসিয়ে বাজিমাত করলেন সৌগত। অভিষেক ও পিকের সঙ্গে বসিয়ে সমস্যা সমাধানের দাবিতে ফের ঐক্যবদ্ধ তৃণমূলের বার্তা দিলেন।

শুভেন্দু তৃণমূলেই থাকছেন, মমতার ভরসার দাম সৌগতর
শুভেন্দু দল ছাড়লে তা পর্টির পক্ষে মঙ্গল হত না- তা উপলব্ধি করেই সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দুকে পার্টিতে ধরে রাখার। সৌগত রায় এই বিষয়ে আশাবাদী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার দাম দিলেন সৌগত। তিনি জানিয়ে দিলেন শুভেন্দু তৃণমূলেই থাকছেন, এরপর যা বলার শুভেন্দু বলবেন।

শুভেন্দু ইতিবাচক সাড়া দিয়েছেন, তৃণমূলের দাবি
রাজনৈতিক মহল মনে করছে, শুভেন্দুর সঙ্গে অভিষেক ও পিকের বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা পিকে ও অভিষেকের বিরুদ্ধেই মূলত অভিষোগ ছিল শুভেন্দুর। তাঁদের সঙ্গে মুখোমুখি বৈঠক করে শুভেন্দু ইতিবাচক সাড়াই দিয়েছেন বলে তৃণমূলের দাবি। এই বৈঠক শেষে শুভেন্দু বা অভিষেক কিছু না জানালেও, সৌগতর মতো বর্ষীয়ান নেতার দাবি অবশ্যই গুরুত্বপূর্ণ।

শুভেন্দু-অভিষেককে পাশাপাশি বসিয়ে মাস্টারস্ট্রোক সৌগতর
মন্ত্রিত্ব ছাড়ার পর কোন পথে হাঁটবেন শুভেন্দু, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শুভেন্দু ২৪ ঘণ্টা আগেই নন্দীগ্রামের মঞ্চ থেকে জানিয়েছিলেন, এবার সেই পথেই হাঁটব যে পথে গেলে আমাকে আর হোঁচট খেতে হবে না। তারপরই ১৮০ ডিগ্রি ঘুরে গেল খেলা। শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি বৈঠকে বসিয়ে মাস্টারস্ট্রোক দিয়ে দিলেন সৌগত।

শুভেন্দু গোপন বৈঠকে অভিষেক-পিকের সঙ্গে
শুভেন্দু এদিন কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার খবর হতেই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অনুমান করেছিলেন, তিনি বোধহয় বিধায়ক পদে ইস্তফা দিতে চলেছেন। কিন্তু সেই অনুমানকে মিথ্যা প্রমাণিত করে শুভেন্দু যোগ দেন এক গোপন বৈঠকে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক, পিকে, সৌগত ও সুদীপ। তারপরই বরফ গলতে শুরু করে বলে তৃণমূলের দাবি।

সমস্যা মিটে গেলেই ভালো, দলের পক্ষেও মঙ্গল
বৈঠক শেষে শুভেন্দুকে নিয়ে ইতিবাচক বার্তা দেন সৌগত রায়। আর কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে শুভেন্দুর বাবা সাংসদ শিশির অধিকারী বলেন, সৌগতবাবুর মতো নেতা বৈঠকের পর ইতিবাচক দাবি করছেন মানে সমস্যার সমাধান হয়েছে। শুভেন্দু দলে থাকছেন। সমস্যা মিটে গেলেই ভালো, দলের পক্ষেও মঙ্গল।

শুভেন্দু তৃণমূলে থাকবেন, মমতাকে আশা দিয়েছিলেন সৌগত
শুভেন্দু অধিকারী দলে রাখতে আগ্রহী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি দায়িত্ব দিয়েছিলেন সৌগত রায়কে। তাই শুভেন্দু মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পরও তিনি তৃণমূলে থাকবেন এ ব্যাপারে আশাবাদী ছিলেন সৌগত রায়। বলেছিলেন, আলোচনার দুয়ার খোলা রয়েছে এখন। সেই আলোচনাই সমস্যা সমাধানের রাস্তা দেখাল।