কলকাতা: প্রায় ৮ মাস পর বুধবার থেকে চালু আন্তঃজেলা ট্রেন পরিষেবা৷ হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে ৮১ টি নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলবে বলে জানিয়েছে পূর্ব রেল৷
এক নজরে কোন ডিভিশনে কত ট্রেন-
হাওড়া ডিভিশনে, বর্ধমান-রামপুরহাট ৮টি ট্রেন, রামপুরহাট-গুমানি ৬টি, রামপুরহাট-দুমকা-জসিডি ২টি, কাটোয়া-আজিমগঞ্জ ৮ এবং আজিমগঞ্জ -রামপুরহাটে ৬টি ট্রেন।
আসানসোল ডিভিশনে, বর্ধমান- আসানসোল ৮টি , অণ্ডাল-সাঁইথিয়া ৪, আসানসোল-ধানবাদ ৪ , আসানসোল-জসিডি-ঝাঁঝা রুটে ৪টি এবং অণ্ডাল -জসিডি ২টি ট্রেন চলবে জসিডি-বৈদ্যনাথ ৫টি ট্রেন। ভাগলপুর-দুমকা ৪ টি ট্রেন, রামপুরহাট-দুমকা-জসিডিরু রুটে ২ টি ট্রেন চলাচল করবে৷ অন্যদিকে মালদা ডিভিশনে চলবে ১৮টি ট্রেন৷
এর আগে শুরু হয়েছে লোকাল ট্রেন ও মেট্রো৷ প্রথম পর্যায়ে শিয়ালদা ডিভিশনে ৪১৩টি ট্রেন চালু হয়। শিয়ালদা উত্তর ও মেইন শাখায় চলবে ২৭০টি ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪৩টি ট্রেন৷ হাওড়া শাখায় ৪৩৮ টির বদলে ২০২টি লোকাল চালু হয়৷ পরে এই সংখ্যা আরও বাড়ানো হয়৷
লোকাল শুরুর আগে রাজ্যবাসীর উদ্দেশে ট্যুইট করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ট্যুইটে তিনি লিখেছিলেন, ১১ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গবাসীর সুবিধার্থে শহরতলিতে ৬৯৬টি লোকাল ট্রেন চালাবে রেল। যাবতীয় সুরক্ষাবিধি মেনেই ট্রেন চালানো হবে।