কিয়েভ: চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ফিরতি লেগে শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে আবার হারল রিয়াল মাদ্রিদ। এই হারের ফলে লস ব্ল্যাঙ্কোসদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার ভ্রুকুটি। গ্রুপের অন্য ম্যাচে বরুসিয়া মনচেনগ্ল্যাডব্যাচ ইন্টার মিলানকে হারিয়ে দিলে জিদানের দল গ্রুপের শেষ ম্যাচ জিতলেও যে পরবর্তী রাউন্ডে উন্নীত হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। কারণ সেক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে শাখতার ইন্টারকে হারালেই ছিটকে যেতে হবে ১৩ বারের চ্যাম্পিয়নদের।
আপাতত পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে বেনজেমারা। এদিন ম্যাচের পঞ্চম মিনিটে দিনের সেরা সুযোগোটা নষ্ট করেন মার্কো আসেনসিও। বেনজেমার থেকে বল পেয়ে মার্কারকে পরাস্ত করে স্প্যানিয়ার্ডের নেওয়া শট পোস্টে প্রতিহত হয়। ১১ মিনিটে বেনজেমার জোরালো ভলি ত্রুবিনের দস্তানায় রক্ষা পায়। ১৪ মিনিটে রাফায়েল ভারানের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন জুনিয়র মোরায়েস। প্রথমার্ধে কোনও দলই আর সেই অর্থে সুযোগ তৈরি করতে পারেনি। গোলশূন্যভাবেই লকাররুমে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে লস ব্ল্যাঙ্কোসরা তেড়েফুঁড়ে শুরু করলেও কয়েকমিনিটের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে তারা। ৫৩ মিনিটে ভারানেকে পরাস্ত করে টাইসনের দুরন্ত প্রয়াস রক্ষা করেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কুর্তোয়া। কিন্তু এরপর ম্যাচে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ইউক্রেনের চ্যাম্পিয়ন দলটি। ৫৭ মিনিটে রিয়াল বক্সে রাফায়েল ভারানে এবং ফারল্যান্ড মেন্ডির ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে শাখতারকে এগিয়ে দেন দেন্তিনহো।
এরপরেও রিয়াল রক্ষণে জারি থাকে শাখতারের মুহুর্মুহু আক্রমণ। অন্যদিকে বিক্ষিপ্ত আক্রমণে হোম টিমের রক্ষণ ভেদ করতে পারেনি জিদানের ছেলেরা। সবই জমা পড়তে থাকে বিপক্ষ গোলরক্ষকের দস্তানায়। ইস্কো, মারিয়ানো ডায়াস, ভিনিসিয়াস জুনিয়রকে নামিয়েও শেষরক্ষা হয়নি রিয়ালের। উলটে ৮২ মিনিটে রিয়াল রক্ষণকে বোকা বানিয়ে বক্সের সামান্য ভিতর থেকে জোরালো শটে কুর্তোয়াকে পরাস্ত করেন পরিবর্ত মানোর সলোমন। ম্যাচের ললাটলিখন স্পষ্ট হয়ে যায় ওখানেই। জয়ের ফলে হেড টু হেডে রিয়ালকে পিছনে ফেলে সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দু’নম্বরে ইউক্রেনের দলটি।
আগামী ১০ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে ঘরের মাঠে বরুসিয়া মনচেনগ্ল্যাডবাচের মুখোমুখি হবে জিদানের দল।