ম্যাঞ্চেস্টার: রবিবাসরীয় সেন্ট মেরি’স স্টেডিয়ামে এডিনসন কাভানি ম্যাজিক। সাউদাম্পটনের বিরুদ্ধে প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জয় তুলে নিল ৩-২ গোলে। একটি অ্যাসিস্ট সহ জোড়া গোলে এদিন লাল ম্যাঞ্চেস্টারের নায়ক সুপার-সাব কাভানি তাঁর নতুন দলকে পৌঁছে দিলেন উচ্চতায়। ম্যাচ জয়ে লিগ টেবিলে অবস্থার উন্নতি করাই কেবল নয়, এদিন ওলে গানার সোল্কজায়েরের দল তৈরি করল একটি নয়া রেকর্ড।
সংযুক্তি সময়ে এদিন কাভানির গোলের সঙ্গে সঙ্গে প্রিমিয়র লিগে টানা আটটি অ্যাওয়ে ম্যাচ জিতে নিজেদের টানা অ্যাওয়ে ম্যাচ জয়ের রেকর্ড ভাঙল সোল্কজায়েরের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি বছর জুনে টটেনহ্যামের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শেষবার ড্র করেছিল ম্যান ইউ। এরপর প্রিমিয়র লিগে টানা আটটি অ্যাওয়ে ম্যাচে টানা জয় পেল তারা। এর আগে ১৯৯৩ টানা সাতটি অ্যাওয়ে ম্যাচে জয়ের রেকর্ড ছিল লাল ম্যাঞ্চেস্টারের। গত অ্যাওয়ে ম্যাচে এভার্টনকে ৩-১ গোলে হারানোর সঙ্গে সঙ্গে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিল সোল্কজায়েরের দল। রবিবার সেই রেকর্ড ভেঙে দিল তারা।
যদিও প্রিমিয়র লিগে সর্বাধিক টানা অ্যাওয়ে ম্যাচ জয়ের নজিরটি রয়েছে চেলসির ঝুলিতে। ২০০৮ সালে টানা দশটি অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নিয়ে নজির গড়েছিল চেলসি। অর্থাৎ, সেই নজির ছুঁতে প্রিমিয়র লিগে পরবর্তী দু’টি অ্যাওয়ে ম্যাচ জিততে হবে কাভানিদের। যদিও পুরনো রেকর্ড ভেঙে নয়া রেকর্ড তৈরির ব্যাপারটি এদিন মোটেই সহজ ছিল না ম্যান ইউ’য়ের জন্য। সাউদাম্পটনের বিরুদ্ধে রবিবার প্রথমার্ধে জান বেডনারেক এবং জেমস ওয়ার্ড প্রোসের গোলে এগিয়ে যায় হোম টিম। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাসন গ্রিনউডকে তুলে ঊরুগুয়ে স্ট্রাইকারকে মাঠে নামান সোল্কজায়ের।
৫৯ মিনিটে ঠিকানা লেখা পাসে ব্রুনো ফার্নান্দেজকে দিয়ে প্রথমে গোল করান প্রাক্তন পিএসজি স্ট্রাইকার। এর ১৫ মিনিট বাদে কর্নার থেকে প্রতিহত হওয়া বলে ফার্নান্দেজের গোলমুখী শটে মাথা ছুঁইয়ে ২-২ করেন কাভানি। শেষে সংযুক্তি সময়ে মার্কাস রাশফোর্ডের ক্রসে ফের একবার মাথা ছুঁইয়ে ৩-২ করেন ঊরুগুয়ে স্ট্রাইকার। টানা আট অ্যাওয়ে ম্যাচে জয়ের পাশাপাশি এই নিয়ে টানা চারটি অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও জয় তুলে নিল ম্যান ইউ।
এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এল লাল ম্যাঞ্চেস্টার। আগামী সপ্তাহে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে তারা। যদিও তার আগে বুধবার ঘরে মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ’য়ের প্রতিপক্ষ পিএসজি।