মুম্বই: নতুন কৃষি আইনের প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। পাঞ্জাব, হরিয়ানা সহ বেশকিছু অঞ্চলের কৃষকরা কৃষি আইন এর বিরুদ্ধে সরব হয়েছেন। দিল্লিতে এই মর্মে কৃষকরা জমায়েত করেছেন। প্রত্যেকটি বিষয় নিয়ে সব সময় মতামত রাখেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার তার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠল।

বিরূপ মন্তব্য করায় কঙ্গনার উপর ক্ষুব্ধ রীতিমত নেটিজেনরা। কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের দিল্লী পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা যায় এক বৃদ্ধাকে। সেই বৃদ্ধার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু কঙ্গনা বিষয়টি যাচাই না করেই দাবি করেন এই বৃদ্ধ হলেন শাহীনবাগ আন্দোলনের দাদি বিলকিস বানো।

নিশ্চিত না হয়েই কঙ্গনা টুইট করেন, “হাহাহা। ইনি তো সেই দাদি, যিনি টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে জায়গা করে নিয়েছিলেন সবচেয়ে প্রভাবশালী ভারতীয় হিসেবে। এঁকে ১০০ টাকার বিনিময় ভাড়া পাওয়া যায়।” কঙ্গনার এই টুইট দেখেই চটে যান নেটিজেনরা।

দুই বৃদ্ধা আলাদা। এটাই নিশ্চিত না হয়ে ভুল খবর ছড়ানোর অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। যদিও তড়িঘড়ি সেই টুইট ডিলিট করে দেন কঙ্গনা রানাউত। বিশেষ করে শাহীনবাগ আন্দোলনের এই দাবির সম্পর্কে এমন আপত্তিকর মন্তব্য’ করায় নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় তাকে।

কঙ্গনা তার পোস্ট ডিলিট করলেও ততক্ষনে সেই স্ক্রিনশট সবার হাতে পৌঁছে গিয়েছে। নেটিজেনরা কঙ্গনাকে কটাক্ষ করে সেই স্ক্রিনশট পোস্ট করতে থাকেন। ভুল খবর ছড়ানোর জন্য চরম নিন্দিত হন অভিনেত্রী। সেটারও পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী।

কঙ্গনা ফের টুইট করেন, “আপনারা বেশি উত্তেজিত হয়ে পড়েছেন। শান্ত হোন। আপনাদের মতন দুর্বল চিত্তের মানুষের জন্য বেশি উত্তেজনা ভাল নয়। এটি মোটেই ভুল খবর নয়। আমার সূত্র এখনো খোঁজ করছে। আপনাদের সূত্র কী? শার্লক হোমস নাকি?”

প্রসঙ্গত বিগত কয়েক দিনে একাধিকবার বিভিন্ন মন্তব্য করে বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছেন কঙ্গনা রানাউত।

স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বস্ত্র ব্যবসাকে অন্যমাত্রা দিয়েছেন।'প্রশ্ন অনেকে'-এ মুখোমুখি দশভূজা স্বর্ণালী কাঞ্জিলাল I