শেষবেলায় মারাদোনার কাছে ছিল মাত্র ৭৩ লক্ষ টাকা! বিপুল সম্পত্তি কি আত্মসাৎ, উঠছে প্রশ্ন
ফুটবল বিশ্বে গভীর শূন্যতা। বুধবার রাতে, হৃদরোগে আক্রান্ত হয়ে আপন দেশে ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো মারাদোনা। মৃত্যুর চারদিন পরও মারাদোনাহীন ফুটবলবিশ্ব, মেনে নিতে পারছে না গোটা দুনিয়া। ফুটবলের রাজপুত্রের নক্ষত্রলোকে পারি দেওয়ায় বিশ্বজুড়ে শোকের ছায়া।

মারাদোনার সম্পত্তির একাধিক দাবীদার
এর মাঝেই এবার আর্জেন্তাইন মিডিয়া সূত্রে খবর, মারাদোনার মৃত্যুর পর তাঁর সম্পত্তির ভাগের দাবি নিয়ে হাজির একাধিক দাবিদার। যা নিয়ে এখন প্রায় সম্পত্তির ভাগীদারদের মধ্যে এখন টানাপোড়েন অবস্থা।

মৃত্যুকালে অ্যাকাউন্টে প্রায় কিছুই ছিল না মারাদোনার
বাঁ-পায়ের জাদুতে ফুটবলদুনিয়ায় সুনাম অর্জনের পাশাপাশি দিয়েগোর আর্থিক সাফল্য কম নয়। তবে ইতালির এক মিডিয়া সূত্রে খবর যে মারাদোনা ফুটবল খেলে এবং বিভিন্ন স্পনসরশিপ, অনুষ্ঠান থেকে যা বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন, তার অ্যাকাউন্টে এখন প্রায় কিছুই নেই। এখানেই বিভিন্ন মিডিয়া সূত্রে, মারাদোনাকে অনেকেই ঠকিয়েছেন বা তাঁর বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

মারাদোনার ব্যাঙ্কে নগদের পরিমাণ কত
শুধু তাই নয়, এক সংবাদ মাধ্যমে দাবি করা করেছে এই মুহূর্তে মারাদোনার মতো বিশ্ব কাঁপানোর ফুটবল ঈশ্বরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ অর্থের পরিমাণ ৭৩ লক্ষ টাকার কিছু বেশি। এখানেই প্রশ্ন ফুটবল খেলে এবং অবসরের পর কোচিং ও স্পনসর শিপে থেকে দিয়েগো যা অর্থ পেতেন তা এখন কোথায় প্রশ্ন উঠছে। শুধু ফুটবল নয়, জীবনের সায়াহ্নে বিভিন্ন ক্ষেত্র থেকে মারাদোনার যথেষ্ট পরিমাণ রোজগার ছিল, তবে দিয়োগোর প্রয়াণের পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন মাত্র ৭৩ লক্ষের কিছু বেশি অর্থ রয়েছে সেই নিয়ে চর্চা শুরু হয়েছে।

উঠছে আংটি বিক্রির মতো কথা
এখানেই শেষ নয়, শেষ বয়সে মারাদোনা দারুণ নিসঙ্গতায় ভুগতেন বলেও তথ্য উঠে এসেছে। শেষ বয়সে তাঁর অ্যাকাউন্টে টাকার পরিমাণও কম ছিল। জানা গিয়েছে কর মেটাতে গিয়ে একবার ফুটবল কিংবদন্তিকে একটি আংটি বিক্রি করতে হয়েছিল।

মোট সম্পত্তি অবশ্য কম নয়
ইতালির মিডিয়া সূত্রে খবর, মারাদোনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ অর্থের পরিমাণ কম থাকুক না কেন, তাঁর মোট সম্পত্তি কম নয়। বুয়েনেস আইরেস অঞ্চলে তাঁর একাধিক অ্যাপার্টমেন্ট রয়েছে। বিএমডব্লু, অডি, রোলস রয়েসের মতো বিসালবহুল ছয়টি গাড়ি রয়েছে। এছাড়া ইতালি ও কিউবায় তাঁর একাধিক বিনিয়োগ রয়েছে। মারাদোনার বিপুল এই সম্পত্তির পরিমাণ প্রায় এগারোশো কোটির উপর বলে মনে করা হচ্ছে।