ডার্বি যুদ্ধ অতীত, দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে কী বার্তা ইস্টবেঙ্গল অধিনায়কের
ডার্বি যুদ্ধে হারের পর মঙ্গলবার আইএসএলে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। রবি ফাওয়ারের দলের প্রতিপক্ষ এবার মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের মতো কঠিন দলের বিরুদ্ধে মাঠে নামার আগে ক্লাব ওয়েবসাইটে ফ্যানেদের জন্যে বার্তা দিলেন ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্স।

সাক্ষাৎকারে, ডার্বির হারের পর দল দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চলেছে বলে অধিনায়ক জানিয়েছেন। ফক্স বলেন, 'মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ কঠিন। আমাদের মতো ওদের দলেও বিশ্বমানের প্রতিভা রয়েছে। তবে আমরা এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াব বলে নিশ্চিত। সমর্থকদের দারুণ একটা জয় উপহার দিতে চাই।'
ডার্বি হারলেও আত্মবিশ্বসী ফক্স বলেছেন, 'বড় ম্যাচ হারলেও, আমরা যথেষ্ট ভাল খেলেছি। মাত্র দুই-তিন সপ্তাহের প্র্যাকটিসের দলের মধ্য়ে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়েছে। ডার্বিতে ফুটবলাররা লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন। আমরা গোল পেলে খেলা অন্যরকম হত। ভুল ভ্রান্তি শুধরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামব।'
প্রসঙ্গত মুম্বই সিটি এফসি এবছর ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে দশ জনে খেলা মুম্বই নর্থ ইস্টের বিরুদ্ধে ০-১ গোলে ম্যাচ হেরে বসে। দ্বিতীয় ম্যাচে গোয়ার বিরুদ্ধে দল ১-০ গোলে ম্যাচ জেতে। ফলে দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষের সামনে এসসি ইস্টবেঙ্গল।