একুশের আগেই ময়দান কাঁপাতে ফিরে আসছেন 'অগ্নিকন্যা' মমতা, চ্যালেঞ্জ নিতে তৈরি
একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পারদ চড়ছে বাংলার। বাংলায় বিজেপি বনাম তৃণমূলের যুদ্ধে নয়া টুইস্ট এখন শুভেন্দু অধিকারী। শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পর তৃণমূল ভুগছে আতঙ্কে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই কালবিলম্ব না করে ঝাঁপিয়ে পড়তে চলেছেন ময়দানে। দলকে একইসূত্রে বাঁধাই তাঁর লক্ষ্য।

ফের বাংলা অগ্নিকন্যার রূপে দেখতে পাবে মমতাকে
শুভেন্দু যদি তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূল ছেড়ে দেন বা বিজেপিতে যোগ দেন, তা অশনি সংকেত হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। তাই আগাম পুরনো মেজাজে ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তাঁকে বাংলা অগ্নিকন্যার রূপে দেখতে পারে। আবারও তিনি ময়দান কাঁপাতে পারেন।

মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেই যোগ্য জবাব দেবেন
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে বিদ্রোহ, বিজেপি আবার ক্রমশ সুর চড়াচ্ছে- এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেই যোগ্য জবাব দিতে পারেন। ৬ ডিসেম্বর কলকাতার হাজরা মোড় থেকে গান্ধী মূর্তি পর্যন্ত পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কবে কোথায় মমতা, একুশের আগে শুরু প্রচার-যাত্রা
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তিনি ৪ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠক করবেন জেলা নেতৃত্বের সঙ্গে। ৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মেদিনীপুরে। তারপর তিনি অন্যান্য জেলা সফরে বেরোবেন। সভা করবেন বনগাঁ ও দুর্গাপুরেও। এরই মাঝখানে তিনি ৬ ডিসেম্বর কলকাতায় পদযাত্রা করবেন।

বনগাঁকে বিশেষ গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁর গোপালনগর হাইস্কুলে সভা করবেন ৯ ডিসেম্বর। বনগাঁয় হারানো জমি পুনরুদ্ধারের প্রস্তুতি রবিবার থেকে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তার আগে সিদ্ধান্ত হয়েছে ৩ ডিসেম্বর বনগাঁর লোকসভা কেন্দ্রের অধীন পাঁচটি বিধানসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে বৈঠক করতে হবে। ৫ ডিসেম্বরে হবে কর্মী বৈঠক।