• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিজেপির শরিক দলেরই এবার কৃষকদের মিছিলে যোগ দেওয়ার হুমকি! ফের ভাঙনের আশঙ্কা এনডিএতে

  • |

কৃষিবিল নিয়ে বিজেপির আরও এক সহযোগী এবার বিজেপি বিরোধিতার রাস্তায়। এর আগে কৃষিবিল নিয়ে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সংসদে বিল পেশ করতেই গেরুয়া শিবিরের পুরনো সঙ্গী পাঞ্জাবের শিরোমনি আকালি দল হাত ছেড়েছিল এনডিএর। এরপর রাজস্থান থেকে বিজেপির বিরুদ্ধে খোদ বিজেপিরই সহযোগীর হুমকি বার্তা এল।

 বিজেপির সহযোগীর স্পষ্ট বার্তা

বিজেপির সহযোগীর স্পষ্ট বার্তা

রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির হনুমান বেনিওয়াল রাজস্থানের বুক থেকে কেন্দ্রীয় কৃষিবিলের জোরদার বিরোধিতা শুরু করে দিলেন। সাফ বার্তায় তিনি জানিয়েছেন, ৩ টি কৃষি বিল কেন্দ্র সরিয়ে না নিলে তাঁর পার্টি এনডিএর হাত ছাড়বে।

 রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ও এনডিএ জোট শক্তি

রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ও এনডিএ জোট শক্তি

২০১৮ সালে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি প্রতিষ্ঠা করেন হনুমান বেনিওয়াল। এরপর ২০১৯ সালে এনডিএর হাত ধরেন তিনি। ২০১৯ সালে নাগোর থেকে তিনি লোকসভা ভোটে জয়লাভ করেন। প্রসঙ্গত, এই হনুমার বেনিওয়াল আগে বিজেপিরই সদস্য ছিলেন। এনডিএ জোটে তাঁর দলের ৩ টি আসনের শক্তি রয়েছে মোটে!

 এনডিএ আঞ্চলিক দলের শক্তি অগ্রাহ্য করছে!

এনডিএ আঞ্চলিক দলের শক্তি অগ্রাহ্য করছে!

রাজস্থানের হনুমান বেনিওয়ালের মতো পাঞ্জাবের আকালি দলও মনে করেছিল এনডিএতে বিজেপি ক্রমাগত আঞ্চলিক দলগুলির শক্তিকে অগ্রাহ্য করতে শুরু করেছে। আঞ্চলিক দলগুলি যথেষ্ট সম্মান জোটে থেকে পাচ্ছে না। পাশাপাশি কৃষকদের প্রতি বিজেপি নিজের প্রতিশ্রুতি পালন করছে বলেও সুর চড়া করেন বেনিওয়াল।

 কৃষকদের মিছিলে সামিল হতে চায় আরএলপি

কৃষকদের মিছিলে সামিল হতে চায় আরএলপি

হনুমান বেনিওয়ালের দাবি, তাঁর দল কৃষকদের সঙ্গে রয়েছে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে কৃষকদের 'দিল্লি চলো' র মিছিলে বিজেপির শরিক এই পার্টিও সংযুক্ত হবে। এই বার্তা দিয়েই তিনি মোদী ও শাহকে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার বার্তা দেন।

English summary
Another BJP Ally threatens to quit NDA over Farm bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X