নয়াদিল্লি : ২০১৮ সালে প্রথম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চালু করার সুবিধা দেওয়া হয়। প্রথমদিকে এই বিষয়টি অতটা জনপ্রিয় না হলেও ধীরে ধীরে এর চাহিদা বাড়তে থাকে। বর্তমানে হোয়াটসঅ্যাপে চ্যাটের থেকে বেশি মানুষ নিজের বক্তব্য বোঝান স্ট্যাটাস দিয়ে। অন্যের স্ট্যাটাস দেখতে গেলে কিন্তু কে স্ট্যাটাস দেখছে তা বোঝা যায়।
তাই অন্যের স্ট্যাটাস লুকিয়ে যদি দেখতে চান কিছু উপায় রয়েছে। এতে অন্যর স্ট্যাটাস দেখলেও সংশ্লিষ্ট ব্যক্তির বা ইউজারের কাছে তা সিন হবে না। তাই এই পদ্ধতির ফলে সহজেই লুকিয়ে অন্যের হোটাসঅ্যাপ স্ট্যাটাস দেখা যাবে। এই পদ্ধতি অবলম্বন করতে চাইলে রিড রিসিপ্ট অপশনে যেতে হবে। এই অপশনটি অফ থাকলে বোঝা যায় না প্রাপক মেসেজটি পড়েছে কিনা অর্থাৎ মেসেজের পাশে ব্লু টিক হয় না।
এক্ষেত্রেও তাই হবে। অর্থাৎ এই অপশনটি অফ থাকলে কেউ বুঝতে পারবে না, তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনি দেখতে পেয়েছেন। এই অপশনটি ব্যবহার করতে ফোনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের সেটিংসের প্রাইভেসি অপশনে যান। সেখানে গিয়ে ক্লিক করুন। স্ক্রল করে রিড রিসিপ্ট অপশনটি অফ করে দিন।
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য, রিড রিসিপ্ট অপশন অফ থাকলে, আপনি যেমন সবার স্ট্যাটাস লুকিয়ে দেখতে পারবেন, তেমনই আপনিও দেখতে পারবেন না, যে কে কে আপনার স্ট্যাটাস দেখছে। এছাড়াও রিড রিসিপ্ট অন করলেই সেই ইউজার বুঝতে পারবে আপনি তার স্ট্যাটাস দেখেছেন।