মোদীর শহরে মমতার অবসরের ব্যবস্থা, শুভেন্দুর হয়ে 'পিসি-ভাইপো'-কে আক্রমণ বিজেপির?
একাধারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র কাশীতে অবসরে যাওয়ার নিদান দেন, অন্যদিকে যেন শুভেন্দু অধিকারীর হয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেলন।

দলের একমাত্র অবজার্ভার মমতা নিজে!
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বাঁকুড়ার সভা থেকে বার্তা দিয়ে বলেন, 'কর্মী হিসেবে আমিই দলের একমাত্র অবজার্ভার। প্রতিটি ব্লকে কে কী করছে, কে কার সাথে যোগাযোগ রাখছে, তার প্রত্যেকটা হিসেব আমি এ টু জেড রাখছি ও রাখবে।' তিনি আরও বলেন, এবার জেলায় জেলায় প্রতিটি বুথের পর্যবেক্ষক হয়ে জেলায় জেলায় যাবেন। এতদিন কাজের চাপে তিনি এটা করতে পারেননি।

মমতাকে অবসরের নিদান
আজ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, 'আর তাঁকে জেলা সফরে না আসার পরামর্শ দেব। বয়স হয়েছে। করোনা সংক্রমণ আবহে তিনি বরং না বেরিয়ে বিশ্রাম নিন। শান্তিতে থাকুন। দরকারে কাশীতে ব্যবস্থা করে দেব।' এদিনের চা-চক্র থেকে মুখ্যমন্ত্রী ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন রাজু।

দুধের দাঁতই ভাঙেনি! অভিষেককে আক্রমণ
গতকালই সাতগাছিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দুকে আক্রমণ শানিয়েছিলেন। তবে এই ইস্যুতে শুভেন্দু এখনও স্পিক টি নট। তবে কতকটা শুভেন্দুর হয়ে ব্যাটিং করার ভঙ্গিতেই রাজু এদিন বলেন, 'আমরা ভয় পাচ্ছি না। বেড়াল তো গর্তে ছিল। এখন আবার যেভাবে ইডি-সিবিআই, ইনকাম ট্যাক্স ঘুরছে আবার না অন্য গর্তে ঢুকে যায়। যার দুধের দাঁতই ভাঙেনি তাকে আর কি বলব।'

'জিরো ব্যালেন্সের নেতাকে মুখ্যমন্ত্রী হিরো বানাচ্ছেন
আজ দুর্গাপুরের রাতুয়াড়িতে চায়ে পে চর্চায় যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ে ও মমতাকে আক্রমণ করে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, 'জিরো ব্যালেন্সের নেতাকে মুখ্যমন্ত্রী হিরো বানাচ্ছেন। কদিন পর পিসি-ভাইপো কোম্পানিতে দুই জন ছাড়া আর কেউ-ই থাকবে না।'

শুভেন্দু অধিকারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য
এদিকে এদিন ফের শুভেন্দু অধিকারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, 'ওঁ এলে বিজেপি লাভবান হবে। উনি এলে আমাদের লড়াই আরও জোরদার হবে। আরও বেশি মানুষ এই লড়াইয়ের শরিক হবেন। আমরা ওনাকে স্বাগত জানিয়েছি। উনি আসবেন কি না, সেটা ওনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি ঠিক করবেন।'
লড়াইয়ের মাঠে দেখা হবে! এবার অনুব্রতর গড়ে ভাঙনের রেখা, 'হানা' শুভেন্দু অনুগামীদের