বেজিং : যত কাণ্ড সব যেন হচ্ছে চিনে। এবছর বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না চিনাবাসীর জীবন থেকে। করোনার ঠেলায় একে রামে রক্ষা নেই তার উপর দোসর হিসেবে জাঁকিয়ে বসছে একের পর এক বিপদ।

আর এই করোনা আবহে এবার এক চিনা নাগরিকর বাড়ির ট্যাপ কলের মুখ থেকে জলের পরিবর্তে বের হচ্ছে আগুন। যা দেখে তাজ্জব বনে গিয়েছেন ওই ব্যক্তি। আর এমন ঘটনার ভিডিও ভাইরাল হতেই চিন নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে নেটিজেন মহলে।

চিনা দৈনিক ‘পিপলস ডেইলি’ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে চিনের পাঞ্জিনের একটি গ্রামে। আর এই ঘটনা প্রথম নয়। গত চার বছর ওয়েন নামক ওই মহিলার বাড়িতে এমন ঘটনা ঘটে আসছে। তবে জলের বদলে আগুনের ফুলকী বের হলেও এর পিছনে রয়েছে অন্য একটি কারণ। জানা গিয়েছে, মাটির নীচে জলের পাইপ লাইনে প্রাকৃতিক গ্যাস অনুপ্রবেশের ফলে অস্থায়ী ভূগর্ভস্থ জল সরবরাহ ব্যবস্থার কারণে এই ঘটনা ঘটেছে। যদিও এখন জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এদিকে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছ। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বস্ত্র ব্যবসাকে অন্যমাত্রা দিয়েছেন।'প্রশ্ন অনেকে'-এ মুখোমুখি দশভূজা স্বর্ণালী কাঞ্জিলাল I