অধিনায়ক বিরাটের শেষের দিন শুরু? রোহিতকে নেতৃত্ব দেওয়ার দাবি, শাস্ত্রীকে সরানো নিয়ে সরব নেটিজেনরা
ডনের দেশে টানা দুটি ওডিআই হারে সিরিজে হার ভারতের। এখানেই শেষ নয়, ওডিআইয়ে সব মিলিয়ে শেষ দুটি সিরিজে হার মেন ইন ব্লুর। বিরাটের অধিনায়কত্বে নিউজিল্যান্ড সফরে ওডিআই সিরিজ হারের পর অস্ট্রেলিয়া সফরও ওডিআই সিরিজ হেরে বসল ভারত।

ফের রোহিতকে অধিনায়ক করার দাবি
যারপর অধিনায়ক হিসেবে কোহলির দিন কি শেষ, সেই নিয়ে প্রশ্ন ওঠা শুরু। টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতের মুকুটে পঞ্চম আইপিএল ট্রফি জয়ের পর বিরাটকে সীমিত ওভার থেকে সরিয়ে হিটম্যানকে অধিনায়ক করার দাবি ওঠে। এবার অজি সফরে ওডিআই সিরিজ হারে সেই দাবি আরও জোরালো হচ্ছে।

শাস্ত্রীকে নিয়ে সরব নেটিজেনরা
বিরাট বনাম রোহিত, কে সেরা অধিনায়ক ফ্যানেদের এই দ্বন্দ্বের মাঝেই এবার রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচের পদ থেকে সরানো হোক। রবিবার সিডনি ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ম্যাচ হারের পর সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রীকে নিয়ে এই দাবি উঠেছে।

সময়টা ভালো যাচ্ছে না ভারতের
করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রত্যাবর্তনে সময়টা একেবারই ভালো যাচ্ছে না ভারতের। বাইশ গজে প্রত্যাবর্তনের পর দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ৩৭৪ ও ৩৮৯ রান খরচ করে ম্যাচ ও সিরিজ হেরে বসেছে।

শাস্ত্রীকে সরানো নিয়ে দাবি উঠে গেল
এরপরই নেটিজেনদের মত, বিরাট না রোহিত? কে হবেন অধিনায়ক? এই নিয়ে পরে আলোচনা হোক। অবিলম্বে রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরানোর দাবি তুলে দেওয়া হয়েছে। সিরিজ হারের পরই ভারত-অস্ট্রেলিয়া মহারণ নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। সেখানেই শাস্ত্রীকে সরানো নিয়ে ফ্যানেদের একটা বড় অংশ সরব হয়েছেন।
বিরাটদের অজি সফরের মাঝে বিতর্কের ঝড়! ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে স্পোর্টসম্যানশিপের অভাবের অভিযোগ